X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহকে বাদ দিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৮

মাহমুদউল্লাহকে বাদ দিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহকে বাদ রেখেই ঘোষিত হয়েছে ১৬ সদস্যের এই দল।

পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়া দল থেকে ৪টি পরিবর্তন আনা হয়েছে এই দলে। মাহমুদউল্লাহর মতো বাদ পড়েছেন সৌম্য সরকার, পেসার রুবেল হোসেন ও আল আমিন হোসেন। পাকিস্তান টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়া মুশফিকুর রহিম ফিরেছেন এই টেস্টে। ফিরেছেন মোস্তাফিজুর রহমানও। চোট সারিয়ে ফিরেছেন অফস্পিনার মেহেদী মিরাজ, ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া অভিষেক না হওয়া ব্যাটসম্যান ইয়াসির আলী ও পেসার হাসান মাহমুদও ডাক পেয়েছেন।

মাহমুদউল্লাহর টেস্ট ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। রাওয়ালপিন্ডি টেস্ট ভালো না হওয়ায়, বিশেষ করে যেভাবে দায়িত্বজ্ঞানহীন শট খেলে নাসিম শাহর হ্যাটট্রিকের শিকার হন, তাতে পূর্বাভাস  ছিল এই টেস্টে বাদ পড়বেন। শেষ পর্যন্ত হয়েছেও তাই। আগেই নিশ্চিত ছিল সৌম্য সরকার বিয়ে করবেন বলে খেলতে পারবেন না।

বাদ পড়াদের প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে কিছু খেলোয়াড় বাদ পড়েছে। টেস্ট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের একটা বিরতির প্রয়োজন ছিল। আল আমিন পুরোপুরি ফিট নয়, তাকে সময় দেওয়া প্রয়োজন। যাতে সীমিত ওভারের সিরিজের আগে পরিপূর্ণভাবে ফিট হতে পারে। আর এই মুহূর্তে টেস্টে আমাদের পরিকল্পনায় রুবেল নেই। সৌম্য ছুটির আবেদন করায় তাকে রাখা হয়নি।’

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে ২২ ফেব্রুয়ারি। 
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ, নাঈম হাসান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী চৌধুরী।

ফিরেছেন: মুশফিক, মিরাজ, মোস্তাফিজ, তাসকিন।
বাদ: মাহমুদউল্লাহ, রুবেল, আল আমিন, সৌম্য।
নতুন মুখ: ইয়াসির আলী, হাসান মাহমুদ।

/এফআইআর/পিকে
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ