X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় গোলাপি টেস্ট খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৩

ভারত-অস্ট্রেলিয়ার প্রথম দিবারাত্রির টেস্ট হতে পারে ২০১৮ সালের ডিসেম্বরে ভারতকে অ্যাডিলেডে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল অস্ট্রেলিয়া। অভিজ্ঞতা ও প্রস্তুতির অভাবে সেটা নাকচ করে দেন অধিনায়ক বিরাট কোহলি। তবে এ বছর অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফির একটি টেস্ট গোলাপি বলে খেলা হবে জানালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, একটি হবে ইংল্যান্ডের বিপক্ষেও।

রবিবার বিসিসিআই সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই একটি রিপোর্ট প্রকাশ করেছিল, ‘অস্ট্রেলিয়া সফরে ভারত সম্ভবত একটি দিবারাত্রির টেস্ট খেলবে।’ বেলা গড়াতেই বোর্ড প্রধান নিশ্চিত করলেন, অস্ট্রেলিয়ায় এ বছর গোলাপি টেস্ট খেলবে ভারত। শুধু তাই নয়, ইংল্যান্ডের সঙ্গেও ২০২১ সালে টেস্ট হবে ফ্লাডলাইটের আলোয়।

নয়াদিল্লিতে অ্যাপেক্স কাউন্সিলের সভা শেষে সৌরভ বলেছেন, ‘দিবারাত্রির টেস্ট হবে, আমরা শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিবো- আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিপক্ষেও।’ ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এ বছর অস্ট্রেলিয়ায় চারটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করবে ইংল্যান্ডের বিপক্ষে। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে হতে পারে দুই দলের দিবারাত্রির টেস্ট।

গত নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে একমাত্র দিবারাত্রির টেস্ট খেলেছিল ভারত। ম্যাচটি তারা জিতেছিল ইনিংস ও ৪৬ রানে।

প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে কোহলিদের। তাই গত মাসেই ভারত অধিনায়ক ইঙ্গিত দেন, অস্ট্রেলিয়ার মাটিতে দিবারাত্রির টেস্ট খেলতে প্রস্তুত তারা। দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে কোহলি বলেছিলেন, ‘আমরা প্রস্তুত এবং এ চ্যালেঞ্জ নিতে চাই। সেটা গ্যাবা কিংবা পার্থেই হোক, তাতে কিছুই যায় আসে না। যে কোনও টেস্ট সিরিজে এটা হতে পারে রোমাঞ্চকর ব্যাপার এবং আমরা দিবারাত্রির টেস্ট খেলতে রাজি আছি।’

কোহলির ইতিবাচক এই মন্তব্যে অস্ট্রেলিয়াও আশাবাদী, এ বছর গ্যাবায় দিবারাত্রির টেস্ট খেলতে সম্মতি জানাবে ভারত। জানুয়ারির ওয়ানডে সিরিজ চলাকালীন মাঠের বাইরে বিসিসিআইর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিনিধি।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া