X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সেই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৩

বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ বিবৃতি দিয়ে বার্সেলোনা আগের দিনই উড়িয়ে দিয়েছিল অভিযোগ। এবার যার দিকে ‍আঙুল উঠেছে, সেই জোসেপ মারিয়া বার্তোমেউও প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অস্বীকার করলেন। তার দাবি, সাবেক-বর্তমান খেলোয়াড় কিংবা সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীর বিরুদ্ধে অপবাদ ছড়াতে কোনও প্রতিষ্ঠানকে নিয়োগ দেননি তারা। যাদের নাম এসেছে, সেই আইথ্রির সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণাও দিয়েছেন বার্সা প্রধান।

বার্সেলোনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ভাবমূর্তি উজ্জ্বল রাখার সঙ্গে লিওনেল মেসি-জেরার্দ পিকের মতো দলের সেরা খেলোয়াড়দের নামে ‘অপ্রচার’ চালিয়েছেন। কাতালান রেডিও কাদেনা এসইআর দেয় বোমা ফাটানো খবরটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুর্নাম ছড়াতে ২০১৭ সাল থেকে বার্তোমেউয়ের পক্ষে কাজ করেছে জনসংযোগ প্রতিষ্ঠান আইথ্রি।

কাতালান রেডিওর খবর, আইথ্রি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সেই সব মানুষদের নামে বদনাম ছড়াতো, যাদের সঙ্গে বার্তোমেউয়ের সম্পর্ক ভালো নয়। যার মধ্যে রয়েছেন বার্সেলোনার উজ্জ্বল সব মুখ মেসি, পিকে, কার্লেস ‍পুয়োল, জাভি ও পেপ গার্দিওলা। একই সঙ্গে রয়েছেন সভাপতি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী অগাস্তি বেনেদিত্তো ও ভিক্তর ফন্ত। বার্তোমেউয়ের উদ্দেশ্য ছিল তাদের অপবাদ দিয়ে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করা।

যদিও মঙ্গলবার অভিযোগ অস্বীকার করেছেন বার্তোমেউ। এক অনুষ্ঠানে বার্সা প্রধান বলেছেন, ‘খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, রাজনীতিবিদ কিংবা সভাপতির লড়াইয়ে থাকা ব্যক্তির নামে খারাপ কথা ছড়ানোর জন্য কোনও প্রতিষ্ঠানকে ভাড়া করেনি বার্সা। এটা পুরোপুরি মিথ্যা। আমরা সবদিক থেকে এটা অস্বীকার করছি।’

যদিও আইথ্রির সঙ্গে একটি অ্যাকাউন্টের সম্পর্ক থাকার বিষয়টি নিশ্চিত করে তাদের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন বার্তোমেউ, ‘নিশ্চিত হওয়া গেছে এই বিষয়ে একটি অ্যাকাউন্টের সঙ্গে তাদের (আইথ্রি) সম্পৃক্ততা রয়েছে। আজ সকালে তাদের সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছি আমরা।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি