X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘বার্সেলোনা, বেশি চেঁচামেচি করো না’

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪০

হোসেপ মারিয়া বার্তোমেউ ও পেপ গার্দিওলা ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম ভঙ্গ করায় ম্যানচেস্টার সিটিকে পরের দুই বছর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিষিদ্ধ করেছে উয়েফা। তাদের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। তার সঙ্গে সুর মিলিয়েছেন স্প্যানিশ লিগ জায়ান্ট বার্সেলোনার প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউও। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, মেসি-জেরার্দ পিকের মতো দলের সেরা খেলোয়াড়দের নামে অপপ্রচার চালাতে একটি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছেন বার্সা প্রধান। সব মিলিয়ে তার ওপর চটেছেন কাতালান জায়ান্টদের সাবেক কোচ পেপ গার্দিওলা।

উয়েফার শাস্তিতে বার্সা প্রেসিডেন্টের অবস্থানের প্রতিক্রিয়ায় স্প্যানিশ কোচ বলেছেন, এমন সমস্যা ইউরোপের অন্য ক্লাবেরও আছে। বার্তোমেউকে্ উদ্দেশ্য করে গার্দিওলা বলেছেন, ‘আমরা নিষিদ্ধ হওয়ায় তারা (বার্সেলোনা) যদি খুশি হয়, তাহলে আমি বার্সা প্রেসিডেন্টকে বলবো আমাদের আপিল করতে দিন। আমি এখনও বলছি আমরা কী করেছি, সেটার ওপর লোকেদের আস্থা আছে। আমাদের বিশ্বাস আছে আমরা সঠিক কাজ করেছি এবং আমরা আপিল করতে যাচ্ছি।’

বার্সাকে হুমকি দিলেন তাদের সাবেক সফল কোচ, ‘বেশি চেঁচামেচি করো না, বার্সেলোনা। বেশি কথা বলো না। কারণ এরকম অবস্থায় প্রত্যেকেই আছে। আমরা আপিল করছি, আশা করি আবারও চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবো বার্সেলোনার বিপক্ষে।’

ওয়েস্ট হ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এ শাস্তি নিয়েই বেশি কথা উঠেছে। এনিয়ে কথা বলতে চাননি গার্দিওলা, ‘এটা আইনি ব্যাপার, এ নিয়ে কথা বলা খুব স্পর্শকাতর। কারণ এসব বিষয়ে ভালো জানি না, আমি তো আর আইনজীবী নই। আমরা এখন যেটা করতে পারি, সেটা হলো খেলায় জেতা।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া