X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়ের বিপক্ষে ভালো করতে উন্মুখ সাইফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৫

জিম্বাবুয়ে টেস্টে চোখ সাইফ হাসানের রাওয়ালপিন্ডিতে টেস্ট অভিষেক হয়েছে সাইফ হাসানের। পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচটি অবশ্য রাঙাতে পারেননি ডানহাতি ওপেনার। এবার তার সামনে জিম্বাবুয়ে। অভিষেক ম্যাচের ভুলগুলো শুধরে এখানে ভালো করতে উন্মুখ হয়ে আছেন সাইফ। পাকিস্তানের বিপক্ষে পিন্ডি টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা না খুলেই আউট হন সাইফ। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করেও ১৬ রানে আউট হয়ে যান।

শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজের দ্বিতীয় টেস্টে আশা করছেন ভালো হবে। কেননা মনোসংযোগ বাড়ানোর সঙ্গে প্রক্রিয়াগুলোও ঠিক রাখবেন সাইফ, ‘আসলে কোনো দলকেই ছোট করে নেওয়ার কিছু নেই। কিন্তু যদি আমার প্রক্রিয়া ঠিক থাকে তাহলে ভালো কিছু হবে। অভিষেকে প্রথম ইনিংসে নার্ভাস ছিলাম। পরে দ্বিতীয় ইনিংসে কোনও সমস্যা হয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত বলটি নিচু হয়ে পড়েছিল। আরও একটু ফোকাসড থাকলে হয়তো বলটি খেলতে পারতাম। আমি মনে করি ফোকাস লেভেলটা বাড়াতে হবে।’

৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সাইফ পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলেই বুঝতে পারছেন আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটের মধ্যে কত পার্থক্য, ‘এতটা সহজ হবে না সেটা জানতাম।  ঘরোয়া ক্রিকেটে আমরা যেভাবে খেলে আসছি  সেদিক থেকে চিন্তা করলে অত সহজ নয়। আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। তারপরও তো এই লেভেলে আসার জন্যই সব কিছু করা। আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। সুযোগ পেলে রান বড় করতে হবে।’

কীভাবে প্রস্তুত হচ্ছেন সাইফ, নিজেই জানালেন সেই কথা, ‘যখনই নেটে যাচ্ছি চেষ্টা করছি আউট না হওয়ার। যত বেশি খেলা যায় সেই চেষ্টা করছি। সেশন ধরে ধরে খেলার বিষয়টা তো মাথায় থাকেই। প্রস্তুতি ওভাবেই হচ্ছে।’

টেস্ট ক্রিকেটে টানা হারের মধ্যে আছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা তিনটি টেস্টেই ইনিংস ব্যবধানে হারতে হয়েছে। এ অবস্থায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ে দল যে কতটা ব্যাকুল, সেটি বললেন সাইফ, ‘শেষ টেস্ট হারের পর আমরা সবাই বসেছিলাম। ওখানে আমরা সবাই নতুন করে শুরুর চেষ্টার কথা বলেছি, পরিকল্পনা করার চেষ্টা করছি কীভাবে আরও ভালো করা যায়। ছোট ছোট জিনিস থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি সামনের টেস্ট থেকে এটা শুরু হবে। ভালো একটা ফলাফল পাবো।’

গত কয়েক বছরে ওপেনিংয়ে তামিমের স্থায়ী সঙ্গী হিসেবে কাউকেই পাওয়া যায়নি। আজ ইমরুল তো, কাল সৌম্য। এভাবে লিটন, সাদমান হয়ে এখন সাইফ হাসান। ঘনঘন তামিমের সঙ্গী পাল্টানোর বিষয়টি চাপের কি না, স্বাভাবিক এই প্রশ্নটা উঠেছে। তবে সাইফের কাছে এটি চাপ নয়, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল তামিম ভাইয়ের সঙ্গে ওপেন করব। তো সেই স্বপ্ন পূরণ হয়েছে। ভালো খেলতে পারলে সুযোগ বেশি আসবে। সত্যি কথা হচ্ছে যেখানেই খেলেন না কেন যদি ২-৩ ম্যাচ খারাপ করেন আপনাকে কিন্তু ড্রপ দেওয়া হবেই। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। ভালো খেললে জায়গাটা হবে। খারাপ খেললে বেরিয়ে যেতে হবে। এগুলো মোটেও চাপের নয়।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…