X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

হাসারাঙ্গায় হাসলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২১

হাসারাঙ্গা ঠাণ্ডা মাথায় ব্যাট করেছেন শাই হোপের চমৎকার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ২৯০ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। বড় লক্ষ্যে নেমে সফরকারীদের দারুণ ফিল্ডিংয়ে খেই হারাতে বসেছিল লঙ্কানরা। বোলিংয়ে উইকেটহীন থাকলেও ওয়ানিন্দু হাসারাঙ্গা পার্থক্য গড়ে দিলেন ব্যাট হাতে। কলম্বোর সিংহলিজ স্পোর্টিং ক্লাব মাঠে ৫ বল হাতে রেখে ১ উইকেটে প্রথম ওয়ানডে জিতেছে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেলো ১-০ তে।
অভিষ্কা ফার্নান্ডো ও দিমুথ করুণারত্নে ওপেনিংয়ে নেমে ১১১ রান যোগ করেন। দুর্দান্ত এ জুটি শ্রীলঙ্কাকে সহজ জয়ের স্বপ্ন দেখায়। ৫২ বলে হাফসেঞ্চুরি করার ৫ বল পরই জেসন হোল্ডারের শিকার হন করুণারত্নে। অধিনায়ক ইনিংস সেরা ৫২ রান করেন ৭টি চার মেরে। কিছুক্ষণ পর ৫০ রানে ফার্নান্ডোকে আউট করেন আলঝারি জোসেফ। দুই ওপেনারের ক্যাচ নেন হোপ।

একে একে কুশল মেন্ডিস (২০), অ্যাঞ্জেলো ম্যাথুজ (৫) ও ধনঞ্জয়া ডি সিলভার (১৮) বিদায়ে লাইনচ্যুত হয় শ্রীলঙ্কা। হাল ধরা কুশল পেরেরাকে ৪২ রানে থামেন কিমো পল। ২১৫ রানে শ্রীলঙ্কার শেষ প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের বিদায়ে ক্রিজে নামেন হাসারাঙ্গা। তখন ৪ উইকেট হাতে রেখে শ্রীলঙ্কার দরকার ৭৪ রান।

চাপ মাথায় নিয়ে আট নম্বরে নেমে সপ্তম উইকেটে থিসারা পেরেরার সঙ্গে প্রতিরোধ গড়েন হাসারাঙ্গা। ৩৮ রান যোগ করেন তারা দুজন। ২২ বলে ৩২ রান করা থিসারাকে ফিরিয়ে এ জুটি ভেঙে দেন জোসেফ।

এরপর ইসুরু উদানা (০) ও লাকসান সান্দাকানকে (৩) নিয়ে দলের হাল ধরেন হাসারাঙ্গা। সান্দাকানের সঙ্গে তার ২৭ রানের জুটিই শেষ দিকে সবচেয়ে বড় ভূমিকা রাখে। জয় থেকে ১ রান দূরে থাকতে শেষ ওভারের প্রথম বলে সান্দাকান রান আউট হলে স্ট্রাইকিংয়ে যান হাসারাঙ্গা, অন্য প্রান্তে ছিলেন শেষ ব্যাটসম্যান নুয়ান প্রদীপ। পলের ফুল টস বলে মিডউইকেটে রান নেন তিনি, তবে আম্পায়ার সংকেত দেন নো বলের। ৩৯ বলে ক্যারিয়ার সেরা ৪২ রানে অপরাজিত থাকেন ম্যাচসেরা হাসারাঙ্গা। ১০ ওভারে ২ মেডেন দিয়ে ৪৭ রান খরচ করেন লঙ্কান লেগস্পিনার।

উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন জোসেফ। দুটি করে পান পল ও হেইডেন ওয়ালশ।

এর আগে শ্রীলঙ্কার নিমন্ত্রণে ব্যাট করতে নেমে হোপের ১১৫ রানের ইনিংসে ৭ উইকেটে ২৮৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ডোয়াইন ব্রাভোর (৩৯) সঙ্গে ৭৭ ও রোস্টন চেজকে (৪১) নিয়ে ৮৫ রানের দুটি শক্ত জুটি গড়েন ক্যারিবিয়ান ওপেনার। শেষ দিকে পল (৩২*) ও ওয়ালশের (২০*) অপরাজিত ৪৯ রানের জুটিতে প্রায় তিনশ স্কোর করে সফরকারীরা।

লঙ্কানদের পক্ষে উদানা সর্বোচ্চ ৩ উইকেট নেন ৮২ রান খরচায়।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৮৯/৭ (হোপ ১১৫, আমব্রিস ৩, ব্রাভো ৩৯, চেজ ৪১, পুরান ১১, পোলার্ড ৯, হোল্ডার ১২, পল ৩২*, ওয়ালশ ২০*; উদানা ৩/৮২)

শ্রীলঙ্কা: ৪৯.১ ওভারে ২৯০/৯ (অভিষ্কা ৫০, করুণারত্নে ৫২, কুশল ৪২, মেন্ডিস ২০, ম্যাথুজ ৫, ধনঞ্জয়া ১৮, থিসারা ৩২, হাসারাঙ্গা ৪২*, উদানা ০, সান্দাকান ৩, নুয়ান ০*; জোসেফ ৩/৪২, পল ২/৪৮, ওয়ালশ ২/৩৮)

ফল: শ্রীলঙ্কা ১ উইকেটে জয়ী

ম্যাচসেরা: ওয়ানিন্দু হাসারাঙ্গা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড বৃষ্টির তৃতীয় দিনেও স্থবির দুবাই
রেকর্ড বৃষ্টির তৃতীয় দিনেও স্থবির দুবাই
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট