X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

একই জায়গায় বোলিং করে নাঈমের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৮

সতীর্থদের অভিনন্দনে সিক্ত হয়ে দিনশেষে ফিরছেন নাঈম জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ভুগিয়ে দিন শেষ করেছেন নাঈম হাসান। মাঠে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখা তরুণ অফস্পিনার সংবাদ সম্মেলন কক্ষে নিজেকে গুটিয়ে রাখলেন। মুখচোরা স্বভাবের নাঈম আসল কাজে বেশি মনোযোগী। শেষ বিকেলে সেঞ্চুরিয়ান ক্রেগ আর্ভিনের উইকেট তুলে নিয়েও তার মধ্যে উচ্ছ্বাস নেই।

মিরপুর টেস্টের প্রথম দিন ৩৬ ওভার বোলিং করেছেন নাঈম, যার মধ্যে ৩২ ওভার একটানা। নিয়মিত একই জায়গায় বল করে সাফল্য পেয়েছেন। বিসিএলের দুই রাউন্ড খেলে ২১ উইকেট নেওয়ার অনুপ্রেরণা তো ছিলই। সংবাদ সম্মেলনে অল্প কথায় নাঈম জানালেন নিজের পরিকল্পনার কথা, ‘বিসিএলে ২১ উইকেট পেয়েছি। ওই প্রতিযোগিতায় অনেক বোলিং করেছিলাম। সেই আত্মবিশ্বাস কাজে লেগেছে। কারণ অনুশীলনের চেয়ে ম্যাচের মধ্যে থাকলে বেশি আত্মবিশ্বাস পাওয়া যায়। স্পিনারদের জন্য ভ্যারিয়েশন খুব দরকার। চেষ্টা করেছি এক জায়গায় বেশিক্ষণ বোলিং করার। মাঝে মাঝে কিছু স্লো ডেলিভারি দিয়েছি।’

প্রথম দিন তুলে নিয়েছেন চারটি উইকেট। টানা বোলিং করার অভিজ্ঞতা ঘরোয়া ক্রিকেট থেকে পেয়েছেন নাঈম, ‘অভ্যাসটা এসেছে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে। ওখানে  লম্বা স্পেলে অনেক বোলিং করেছি। লম্বা স্পেলে ধৈর্য্য ধরে এক জায়গায় বল করলে সাফল্য আসবেই। বিপরীত দিকে তাইজুল ভাই ব্যাটসম্যানদের চাপে রাখার জন্যই আমি উইকেট পেয়েছি।’

মিরপুরের উইকেটকে অবশ্য ব্যাটিং অনুকূল বলে মনে করছেন দীর্ঘদেহী স্পিনার, ‘উইকেটটা তেমন টার্নিং নয়, বেশ ব্যাটিং সহায়ক। উইকেটের অবস্থা বেশ ভালোই। আমি মনে করি এই উইকেটে ব্যাট করা কঠিন নয়। কেবল টিকে থাকতে হবে।’

নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান নেই। সাকিবের অনুপস্থিতি কতটা অস্বস্তিকর প্রশ্নে নাঈমের জবাব, ‘আমাদের দায়িত্ব হলো ভালো বল করা। সাকিব ভাই থাকলে  ভালো হতো। তবে চাপ নেই, আমরা দুজন (নাঈম ও তাইজুল) চেষ্টা করছি। যদিও সাকিব ভাই থাকলে অনেক সুবিধা হয়। তার কাছ থেকে ব্যাটিং-বোলিং দুটোই পাওয়া যায়।’

দিনের খেলা শেষ হতে তখন দুই ওভার বাকি। নাঈমের বলে লাইন মিস করে বোল্ড আর্ভিন। দিনের সেরা ব্যাটসম্যানের উইকেট পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের অধিনায়ককে ফিরিয়ে দিয়েও নাঈম নির্বিকার, ‘ভিডিও বিশ্লেষণ করে আর্ভিনের দুর্বলতা অনুযায়ী বল করেছি। তবে এই উইকেট নিয়ে তেমন কোনও অনুভূতি নেই। শুধু ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া