X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মুমিনুলের বিদায়ে ভাঙলো ২২২ রানের জুটি

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৫

মুমিনুলের বিদায়ে ভাঙলো ২২২ রানের জুটি তৃতীয় দিন প্রায় দুই সেশন টিকে ছিল মুমিনুল হক ও মুশফিকুর রহিম জুটি। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তাদের ব্যাটে ভর করেই স্কোরবোর্ড সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের। ২২২ রানের এই জুটি ভেঙেছে মুমিনুল হকের বিদায়ে। ১৩২ রানে ফিরেছেন অধিনায়ক।

মুমিনুল বিদায় নিলেও প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ছুটছে বাংলাদেশ। সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকটে ৪০০। মুমিনুল বিদায় নিয়েছেন বাঁহাতি স্পিনার এনডিলোভুকে ফিরতি ক্যাচ দিয়ে। তার ২৩৪ বলের ইনিংসে ছিল ১৪টি চার। 

এর আগে ৯৯ রানে থেকে লাঞ্চে গিয়েছিলেন মুশফিকুর রহিম। এই এনডিলোভুর বলে চার মেরেই সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিক ব্যাট করছেন ১২৮ রানে। তার সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। এগিয়ে আছে ১৩৫ রানে। সঙ্গে আছেন মোহাম্মদ মিঠুন (৫)।

এর আগে প্রথম সেশনটি ছিল বাংলাদেশের। সকাল থেকে জিম্বাবুয়ের বোলারদের শাসন করেছেন। আধিপত্য বিস্তার করে খেলেছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম।

অনেক দিন ধরেই বড় ইনিংসের দেখা পাচ্ছিলেন না মুমিনুল। এমনকি অধিনায়ক হওয়ার পরেও। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেই আক্ষেপ মিটিয়েছেন সেঞ্চুরি তুলে। বড় ইনিংস তো বটেই, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন।

৯৬ রানে ব্যাট করতে থাকা মুমিনুল সেঞ্চুরি তুলে নেন ৮৩তম ওভারে। তিরিপানোর বল বাউন্ডারিতে ঠেলে দিয়ে পূরণ করেন নবম টেস্ট সেঞ্চুরি। এর আগেই স্বাগতিকরা লিড তুলে নেয় আধা ঘণ্টার মধ্যে।

এর আগে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া