X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিরতির পর সিকান্দার রাজার বিদায়

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৪

বিরতির পর সিকান্দার রাজার বিদায় বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে পুরোপুরি কোণঠাসা জিম্বাবুয়ে। লাঞ্চ ব্রেকের পর সিকান্দার রাজার ফেরাতে এই টেস্টে জয়ের পথে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে তাদের সংগ্রহ ১৫৭ রান! পিছিয়ে আছে ১৩৮ রানে।

প্রথম সেশনের বিরতির পর পরই ফিরে গেছেন সিকান্দার রাজা। আরভিনের সঙ্গে জুটি ভাঙার পর তাইজুলের ঘূর্ণিতে ক্যাচ দিয়ে ফিরেছেন। পুল করতে গিয়ে মিড উইকেটে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। রাজা ফেরেন ৩৭ রানে। ক্রিজে আছেন টিমিসেন মারুমা (২৬) ও রেজিস চাকাভা (১৭)।


বিশাল লিড নিয়ে জিম্বাবুয়েকে দ্রুত গুটিয়ে দেওয়ার পরিকল্পনায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিন সকাল থেকেই সফরকারীদের ভোগান্তিতে ফেলেছেন আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম। তাইজুলের ঘূর্ণিতে শুরুতেই স্লিপে ক্যাচ উঠেছিল কাসুজার। কিন্তু সুযোগটি পরিপূর্ণ ছিল না। তবে ১১তম ওভারে আর শেষরক্ষা হয়নি ডানহাতি ওপেনারের। তাইজুলের ঘূর্ণিতে বল ব্যাটের কোনায় লেগে জমা পড়ে দ্বিতীয় স্লিপে। তিনি ফেরেন ১০ রানে।

ব্রেন্ডন টেলর থিতু হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু নিজের ভুলেই বড় শট খেলতে গিয়ে সাজঘরের পথ ধরেছেন। নিজের প্রথম ওভারেই তার উইকেটটি নিয়েছেন নাঈম হাসান।

এই পরিস্থিতি দ্রুত সামলানোর চেষ্টা করেছেন ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজা। তাদের ৬০ রানের জুটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের। কিন্তু লাঞ্চ ব্রেকের কিছুক্ষণ আগে অযথা রানআউট হয়েছেন আরভিন (৪৩)। জিম্বাবুয়ে অধিনায়ককে রান আউট করেছেন মুমিনুল।

তৃতীয় দিন ২৯৫ রানের লিড পেয়ে ৬ উইকেটে ৫৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিতেই সম্ভব হয়েছে তা। পরে শেষ বিকালে জিম্বাবুয়ে খেলতে নামলে সেখানেও ছিল স্বাগতিকদের আধিপত্য। নাঈমের ঘূর্ণিতে তারা তুলে নেয় দুই উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা