X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লেভানদভস্কিকে নিয়ে ভাবছেন না ল্যাম্পার্ড

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫

রবার্ত লেভানদভস্কি এবারের চ্যাম্পিয়নস লিগে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে রবার্ত লেভানদভস্কি। বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার সময় স্বভাবতই পোলিশ স্ট্রাইকারের দুর্দান্ত পারফরম্যান্সের হিসাব কষতে হবে প্রতিপক্ষের কোচকে। চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড পারফরম্যান্সকে আমলে নিলেও তাকে নিয়ে ভাবছেন না।

আজ (মঙ্গলবার) রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে চেলসির মাঠে আতিথ্য নেবে বায়ার্ন। এই ম্যাচের আগে গ্রুপ পর্বে রীতিমত গোল উৎসব করেছে জার্মান ক্লাবটি। গ্রুপের ছয় ম্যাচে দিয়েছে ২৪ গোল। যার মধ্যে ৭টি এসেছে লন্ডনে টটেনহামের বিপক্ষে ৭-২ গোলের জয়ে। সেই লন্ডনেই আবার ফিরছে তারা চেলসির মাঠ দিয়ে।

চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে এখন পর্যন্ত ১০ গোল করেছেন লেভানদভস্কি। তার সমান গোল বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হল্যান্ডের। ফর্মের তুঙ্গে থাকা লেভানদভস্কিকে নিয়ে দুশ্চিন্তা হওয়ারই কথা চেলসি কোচ ল্যাম্পার্ডের। যদিও তিনি নির্ভার। পোলিশ স্ট্রাইকারকে নিয়ে ভাবছেন না।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাবেক চেলসি মিডফিল্ডার বলেছেন, ‘আমাকে মোটেও ভাবাচ্ছে না (লেভানদভস্কির রেকর্ড)। গত কয়েক বছর ধরে সে খুবই ধারাবাহিক। তার গোল করার রেকর্ড ও প্রত্যেকটি জায়গা প্রমাণ করে সে দারুণ এক খেলোয়াড়। আমি বায়ার্নের বেশ কয়েকটি ম্যাচ দেখেছি।’

তবে শুধু লেভানদভস্কি একা নন, বায়ার্নে আরও ভালো মানের খেলোয়াড় আছে বলে মনে করেন ‍ল্যাম্পার্ড, ‘লেভানদভস্কি দারুণ খেলোয়াড়, ‍এতে কোনও সন্দেহ নেই। তবে আরও অনেক ভয়ই আছে (বায়ার্নে)। গ্রুপ পর্বে তারা যেমন পারফর্ম করেছে এবং যেভাবে এগিয়েছে, সবকিছু।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!