X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইনজামামের মতে শচীনের শ্রেষ্ঠত্বের চার কারণ

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:১১

শচীনের প্রশংসায় ইনজামাম ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির এক দশক পূর্ণ হলো গতকাল সোমবার। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কীর্তি গড়েন শচীন টেন্ডুলকার। এমন দিনে ভারতের ব্যাটিং গ্রেটকে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। শচীনের সর্বকালের সেরা একজন ক্রিকেটার হওয়ার পেছনে চারটি কারণ ব্যাখ্যা করলেন তিনি।

ইনজামামের মতে, ক্রিকেট আর শচীন অভিন্ন। তার ইউটিউব চ্যানেলে বলেছেন এ কথা, ‘ক্রিকেটের জন্যই তার জন্ম হয়েছে। আমি সবসময় বিশ্বাস করি ক্রিকেট ও সে একে অপরের জন্য সৃষ্টি হয়েছে। আমি কথা বলছি সর্বকালের সেরা শচীন টেন্ডুলকারকে নিয়ে।’

শচীনের মতো ক্রিকেটার ইনজামাম আর কখনও দেখেননি। অল্প বয়সেই যে কোনও বোলারের বিপক্ষে সেরাটা খেলেছিলেন ভারতের সাবেক ব্যাটসম্যান। এটাই ক্রিকেটে তার শ্রেষ্ঠত্বের প্রথম কারণ মনে করেন ইনজামাম, ‘মাত্র ১৬-১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় এবং অসাধারণ সব পারফরম্যান্স করেছিল, যা এখনও আমাকে মুগ্ধ করে। অসাধারণ ক্রিকেটারদের দিয়েই শুধু এমন কিছু সম্ভব, এমনকি অসাধারণের ওপরও যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে শচীন।’

১৯৮৯ সালে পাকিস্তানে শচীনের অভিষেকের কথা স্মরণ করলেন ইনজামাম। করাচি টেস্টে পাকিস্তানের গ্রেট লেগ স্পিনার আব্দুল কাদিরের এক ওভারে ভারতীয় লিটল মাস্টারের চার ছয় মারার ঘটনা এখনও চোখে ভাসে সাবেক ডানহাতি ব্যাটসম্যানের, ‘এমন কিছু করার চেয়ে বলা সহজ। ১৬ বছর বয়সে অভিষেক, খেলেছে ওয়াকার ও ওয়াসিমের মতো বোলারদের বিপক্ষে। ওই ধরনের বোলিং আক্রমণের বিপক্ষে সে যে ধরনের ক্রিকেট খেলতো, সেটা ছিল চোখ ধাঁধানো।’

একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলেছেন শচীন, ৫৩.৭০ গড়ে সর্বোচ্চ ১৫৯২১ রান। আন্তর্জাতিক সেঞ্চুরির একমাত্র সেঞ্চুরিয়ান ৪৬৩ ওয়ানডেতে করেছেন ১৮৪২৬ রান। রানের সুবিশাল পাহাড় গড়া ও রেকর্ড ভাঙার সামর্থ্যকে শচীনের দ্বিতীয় সেরা গুন হিসেবে দেখেন ইনজামাম, ‘দ্বিতীয় বড় গুন হচ্ছে তার অনেক রেকর্ড। ওই সময় এত রান করা একেবারেই সহজ ছিল না। সেরা খেলোয়াড়রা তাদের ক্যারিয়ার শেষ করতো ৮ থেকে সাড়ে ৮ হাজার রান করে। শুধু সুনীল গাভাস্কার ১০ হাজারের বেশি রান করেছিলেন এবং মনে হচ্ছিল ওই রেকর্ড কখনও ভাঙবে না। কিন্তু শচীন রানের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এখন কে শচীনের রানের পাহাড় টপকাতে পারে, সেটা দেখার অপেক্ষায় আছি।’

ইনজামামের মতে, শচীনের তৃতীয় বড় শক্তি হচ্ছে তার মানসিক বলিষ্ঠতা। ওয়ানডেতে পাকিস্তানের শীর্ষ ব্যাটসম্যান বলেছেন, ‘মানসিকভাবে সে ছিল অনেক বলিষ্ঠ। এটা বলার কারণ, শচীন যখন ব্যাটিংয়ে নামতো তখন সবসময় একটা চাপ থাকতো। শচীনের চেয়ে আর কোনও ক্রিকেটারের এত ভক্ত আমি কোনোদিন দেখিনি। বিশ্বের আনাচে-কানাচে ছিল তার ভক্ত। প্রত্যেক ইনিংসে ভালো রান করার চাপ ছিল তার ওপর।’

শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংও দারুণ করতেন শচীন। ওয়ানডেতে ১৫৪ উইকেট নিয়েছিলেন, কোচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট তার সেরা বোলিং। টেস্টেও আছে ৪৬ উইকেট। বল হাতেও দারুণ কিছু করতে পারা তার প্রতিভার প্রমাণ দেয় বললেন ইনজামাম, এটাই চতুর্থ কারণ, ‘সে এমন এক প্রতিভাবান ক্রিকেটার ছিল যে লেগ স্পিন, অফ স্পিন, মিডিয়াম পেস করতে পারতো। আমি অনেক সেরা লেগ স্পিনারদের মুখোমুখি হয়েছি, তাদের গুগলি বুঝতে আমার কখনও সমস্যা হয়নি। কিন্তু শচীনই কেবল আমাকে বিপদে ফেলতো এবং অনেকবার আমাকে আউট করেছিল।’

শচীনের মতো আর ক্রিকেটার ভবিষ্যতে আসবে কিনা সেটা নিশ্চিত নয় পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক, ‘শচীনের মতো খেলোয়াড় ক্রিকেটে আছে বলে আমার মনে হয় না। হয়তো ভবিষ্যতে এমন কাউকে পাওয়া যাবে যে এতগুলো রান করবে।’

২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন ২০১৩ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুম্বাই টেস্ট দিয়ে। শচীনের অবসর নেওয়া ঠিক হয়নি মনে করেন ইনজামাম, ‘শচীনের খেলে যাওয়া উচিত ছিল। তার খেলা দেখাটা ছিল উপভোগ্য। সে যদি কখনও ক্রিকেট না ছাড়তো!’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…