X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুব বিশ্বকাপজয়ী মুরাদসহ চার স্পিনার ভেট্টোরির ক্লাসে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৯

দুই তরুণ স্পিনার আমিনুল আর মুরাদকে পরামর্শ দিচ্ছেন ভেট্টোরি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি একদিন আগে শেষ। জাতীয় দলের অনুশীলন নেই, বৃহস্পতিবার সন্ধ্যার ফ্লাইটে পুরো দল সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। এই সুযোগে দলের বাইরে থাকা কয়েকজন স্পিনারকে নিয়ে মিরপুরের একাডেমিতে কয়েক ঘণ্টা নিবিড় কাজ করলেন ড্যানিয়েল ভেট্টোরি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় হাসান মুরাদ ছাড়াও ভেট্টোরির ক্লাসে ছিলেন নাজমুল ইসলাম অপু, আমিনুল ইসলাম বিপ্লব এবং তানভীর ইসলাম। তাদের বোলিং বৈচিত্র্য নিয়ে কাজ করেছেন ভেট্টোরি।

স্পিনারদের নিয়ে কাজ শেষে সংবাদ মাধ্যমকে ভেট্টোরি বলেছেন, ‘আজ তাদের সঙ্গে কিছুটা সময় কাটালাম। ওদের অনেকেই অনূর্ধ্ব-১৯ থেকে এসেছে। কারও কারও খেলা টিভিতেও দেখেছি। ওরা প্রত্যেকেই দারুণ ট্যালেন্টেড স্পিনার। অনুশীলনে তরুণ স্পিনার যারা আসছে তাদের কিছুটা জ্বালানি দেওয়ার চেষ্টা করছি। আমার কাজ শুধু আন্তর্জাতিক খেলোয়াড় নিয়েই নয়, তরুণ খেলোয়াড়দের নিয়েও। সেই কাজটা করতে পেরে দারুণ ভালো লাগছে।’

কক্সবাজার থেকে উঠে এসেছেন মুরাদ। বিশ্বকাপজয়ী অনুর্ধ্ব-১৯ দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। গত বছর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অভিষেকেই ১৩ ম্যাচে ২২ উইকেট নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন হাসান ‍মুরাদ। ১৮ বছর বয়সী মুরাদের নামের পাশে ২২ উইকেট যতটা না দৃষ্টি কাড়ে, কিপ্টে বোলিং আরও বেশি আগ্রহী করে তোলে তাকে নিয়ে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে দলীয় সমন্বয়ের কারণে মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছেন মুরাদ। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সেই দুই ম্যাচে দুই উইকেট নিলেও কিপ্টে বোলিং করে ব্যাটসম্যানদের চাপে রাখেন তিনি। ভেট্টোরির পাঠশালায় সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হাসান মুরাদ, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। এখনই এত বড় মাপের কোচের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, যা আমাদের ভবিষ্যতে অনেক ভালো হবে৷ স্কিলও আমাদের ভালো হবে। প্রথমদিন তেমন কিছু বলেননি তিনি, ডেলিভারিগুলো দেখেছেন মনোযোগ দিয়ে।’

মুরাদের মতো আরেক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে খেলাঘর সমাজকল্যাণ সমিতির হয়ে দশ ম্যাচ খেলে দশটি উইকেট নিয়েছিলেন। বিপিএলে খুলনা টাইটানসের জার্সিতে ভালো করেছেন তানভীর।

হাসান মুরাদ ও তানভীর ইসলামের বোলিংয়ের প্রশংসা করে ভেট্টোরি বলেছেন, ‘তারা (হাসান মুরাদ ও তানভীর ইসলাম) সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। তারপরও নেটের বোলিং আর ম্যাচের বোলিং আলাদা। আমি এই মুহূর্তে তাদের দক্ষতা এবং শক্তি সম্পর্কেই শুধু জানার চেষ্টা করেছি।’

২০ বছর বয়সী আমিনুল ইসলাম এরই মধ্যে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। তবে আমিনুল সব সংস্করণের জন্যই নিজেকে প্রস্তুত করতে চান। তাই মনোযোগ দিয়েই ভেট্টোরির ক্লাস করেছেন এই লেগস্পিনার। ক্লাস শেষে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনও ত্রুটি আছে কিনা দেখলেন। কিছু পরামর্শ দিলেন। টানা অনেকক্ষণ বোলিং করেছি, ভালোই লাগছে।’

সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত ছিলেন নাজমুল ইসলাম অপু। কিন্তু ২০১৮ সালের নভেম্বরে টেস্ট অভিষেকে ব্যর্থ হওয়ার পরই ছিটকে যান জাতীয় দল থেকে। সব সংস্করণ মিলিয়ে ২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নাজমুলও বুধবার মিরপুরের একাডেমিতে ভেট্টোরির ক্লাস করেছেন। নাজমুল বললেন, ‘আমি আমার নরমাল বোলিং করেছি। দেখে বলেছেন তোমার তো অ্যাকশন, বোলিং সবই ভালো। কিন্তু জাম্প করার আগে আমি কিছুটা বাঁকা হই। ওটা ঠিক করে দিয়েছেন। ওই কারণে ফ্লাইটটা বাধাগ্রস্ত হয়। পরে ওনার কথামতো বোলিং করেছি, বোলিংটাও ভালো হয়েছে। এভাবে করে যেতে পারলে আমার বোলিং আরও উন্নত হবে।’

নিউজিল্যান্ড ক্রিকেটের জীবন্ত কিংবদন্তির একজন ভেট্টোরি। এক সময়ের বিশ্বত্রাস এই বাঁহাতি স্পিনারের তত্ত্বাবধানে শানিত হচ্ছেন মেহেদী হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলামরা। নবীন খেলোয়াড়দের মধ্য থেকেও এমন কিছু স্পিনার বেরিয়ে আসবে বলে মনে করেন ভেট্টোরি, ‘আমি তো আর অনেক কিছু বদলে দিতে পারবো না, কীভাবে আরও উন্নতি করা যায় সেই পথটা শুধু বাতলে দিতে পারবো। তরুণ এই খেলোয়াড়দের প্রতিভা আছে, দরকার শুধু সেই প্রতিভার যত্ন।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের