X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইউরোপা লিগের শেষ ষোলোতে ম্যানইউ, বিদায় আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪১

ম্যানইউর গোল উৎসবে ফ্রেডের পঞ্চম গোল উদযাপন অলিম্পিয়াকোস পেইয়ারোসের মাঠে প্রথম লেগ জিতেও ইউরোপা লিগে টিকতে পারলো না গতবারের রানার্স-আপ আর্সেনাল। গতকাল বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের ম্যাচে ২-১ গোলে হেরে গেছে তারা। দুই লেগে ২-২ গোলের সমতা হলেও অ্যাওয়ে গোলে শেষ ষোলোতে অলিম্পিয়াকোস।

এদিকে গোল উৎসব করেছে গানারদের ইংলিশ প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ৩২ এর দ্বিতীয় লেগে ক্লাব ব্রুজেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ওলে গুনার সোলশারের ফুটবলাররা। দুই লেগে ৬-১ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোতে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা।

উত্তর লন্ডন ক্লাবের সঙ্গে পর্তুগিজ ত্রয়ী বেনফিকা, স্পোর্তিং ও পোর্তো এবং আয়াক্স আমস্টারডাম ও সেলটিকের মতো হেভিওয়েট দলগুলোও বিদায় নিয়েছে এই রাউন্ড থেকে।

আর্সেনাল ১-০ গোলে আগে লেগ জিতেছিল অলিম্পিয়াকোসের মাঠে। ফিরতি লেগে পেপে সিসে ৫৩ মিনিটে গোল করলে দুই লেগ টাই হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩ মিনিটে পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের গোল গানারদের শেষ ষোলোর স্বপ্ন দেখাতে যথেষ্ট ছিল। কিন্তু ৭ মিনিট পর ইউসুফ আল আরাবির গোলে তাদের স্বপ্নভঙ্গ হয়। ম্যাচের শেষ শটে অবেমেয়াং সুযোগ নষ্ট না করলে নাটক আরও জমতে পারতো। তা হয়নি, শেষ হাসি হাসে গ্রিক ক্লাব।

গতবার ফাইনাল খেলা আর্সেনালের বিদায় ম্যানইউ একাদশে প্রথমবার জায়গা পেয়ে উপলক্ষটা স্মরণীয় করেনক ওদিওন ইঘালো। ধারে চুক্তি করা নতুন স্ট্রাইকার ৩৪ মিনিটে রেড ডেভিলদের জার্সিতে প্রথম গোল করেন। এর আগে ব্রুজেস ডিফেন্ডার সিমন ডেলির লাল কার্ডে পাওয়া পেনাল্টি থেকে ২৭ মিনিটে গোলমুখ খোলেন ব্রুনো ফার্নান্দেস। গোলকিপারের মতো ডাইভ করে ড্যানিয়েল জেমসের শট হাত দিয়ে ঠেকান অতিথি সেন্টার ব্যাক। স্পট কিক থেকে গোলকিপার সিমন মিগনোলেটকে ভুল দিকে পাঠিয়ে গোল করেন ফার্নান্দেস।

বিরতির ঠিক আগে ১৮ মিটার দূর থেকে চমৎকার শটে স্কোর ৩-০ করেন স্কট ম্যাকটোমিনে। ব্রাজিলিয়ান ডিমফিল্ডার ফ্রেড শেষ দিকে করেন জোড়া গোল।

করোনাভাইরাস আতঙ্কে দর্শকশূন্য স্টেডিয়ামে ইন্টার মিলান ২-১ গোলে হারিয়েছে লুদগোরেদস রাজগ্রাদকে। দুই লেগে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোতে ইতালিয়ান জায়ান্টরা। তাদের সিরি ‘এ’ প্রতিদ্বন্দ্বী রোমা ১-১ গোলে ড্র করেছে কেএএ জেন্তের মাঠে। তবে দুই লেগে ২-১ গোলে এগিয়ে থেকে পরের পর্বে রোমা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা