X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ধোনি নয়, নতুন প্রজন্মে চোখ কপিলের

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৪

ধোনি নয়, নতুন প্রজন্মে চোখ কপিলের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের বাইরে মহেন্দ্র সিং ধোনি। সামনে আসছে কুড়ি ওভারের বিশ্বকাপ। ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভাবনায় ভালোমতোই আছেন সাবেক অধিনায়ক। কিন্তু লম্বা সময় মাঠের বাইরে থাকায় ধোনি সেরাটা দিতে পারবেন কি না, সেই সংশয়ও আছে অনেকের মনে। যাদের একজন কপিল দেব। ধোনি পছন্দের খেলেয়াড় হলেও নতুন প্রজন্মের দিকেই তার দৃষ্টি।

ভারতের প্রথম ওয়ানডে বিশ্বকাপ এসেছে কপিল দেবের নেতৃত্বে। দ্বিতীয়টি হাতে তুলেছেন ধোনি। উইকেটকিপার ব্যাটসম্যানের প্রতি মুগ্ধতা থাকলেও তার সময় শেষ হয়ে গেছে বলেই ‍মনে করেন ভারতের সাবেক অধিনায়ক। ৩৮ পেরিয়ে যাওয়া ধোনিকে ভুলে তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার দিকে ইঙ্গিত তার। তাছাড়া লম্বা সময় মাঠের বাইরে থাকা একজনকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিবেচনা করা কতটা যৌক্তিক, সেই প্রশ্নও আছে কপিলের মনে।

আইপিএল দিয়ে মাঠে ফিরছেন ধোনি। এই প্রতিযোগিতায় তার পারফরম্যান্স ভাগ্য গড়ে দেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। যদিও কপিল বিষয়টি দেখছেন অন্যভাবে, ‘শুধু ধোনিই কিন্তু আইপিএল খেলবে না। আমি আসলে সব সময় নতুন প্রজন্মের দিকে তাকিয়ে থাকি, যারা সামনের ১০ বছর আমাদের গর্বিত করবে। আমার মনে হয় ধোনি এরই মধ্যে দেশের জন্য অনেক কিছু করেছে।’

প্রায় এক বছর ক্রিকেটের বাইরে থাকার পরও ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিবেচনায় রাখার বিষয়টিতে আপত্তি ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কের, ‘একজন ভক্ত হিসেবে, অবশ্যই (চাইব ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে), কিন্তু ক্রিকেটার হিসেবে, সবকিছু নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ধোনি এক বছর খেলেনি। তার আরও অনেক ম্যাচ খেলা উচিত ছিল। একেক খেলোয়াড়ের জন্য একেক রকম দৃষ্টিভঙ্গি রাখা উচিত হবে না তাদের (টিম ম্যানেজমেন্ট)।’

২৯ মার্চ শুরু হচ্ছে আইপিএল। এবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব সামলাবেন ধোনি।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!