X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তারপরও কুমিল্লার আশায় মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২

কুমিল্লা স্টেডিয়াম। প্রিমিয়ার ফুটবল লিগের ১২তম সংস্করণের খেলা চলছে। এবার ৭টি ভেন্যুতে খেলা হওয়ার কথা। এরই মধ্যে ৬টি ভেন্যুতে খেলা হয়েছে। অপেক্ষা শুধু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অভিষেকের। কিন্তু এই মাঠে খেলা হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বর্তমানে কুমিল্লার এই মাঠে ক্রিকেট লিগ চলছে। লিগ শেষ হতে আরও দুইদিন সময় প্রয়োজন। মাঠকে ক্রিকেট থেকে ফুটবলের উপযোগী করে তুলতেও সময় লাগবে। তাই বাফুফে থেকে এখনই সেই মাঠ সম্পর্কে সবুজ সংকেত মিলছে না। যদিও মাঠটিকে মোহামেডান স্পোর্টিং লিমিটেড হোম ভেন্যু হিসেবে ঘোষণা দিয়েছে। এখন কুমিল্লা ভেন্যু না হলে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হতে পারে তাদের ভেন্যু।

আগামী ৭ মার্চ বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচ দিয়ে কুমিল্লার মাঠের অভিষেক হওয়ার কথা। এ নিয়ে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেছেন, ‘অনুমোদন না হওয়া পর্য়ন্ত আমরা কুমিল্লাতে যাবো না। আমাদের টেকনিক্যাল কমিটির রবিবার কুমিল্লা যাবে। তারপর হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেখানে ক্রিকেট লিগ চলছে। লিগ শেষ হলে মাঠ ঠিক হবে। তারপর হয়তো খেলা হতে পারে। তবে আমরা সরেজমিনে মাঠ দেখে সিদ্ধান্ত নেবো।’

মোহামেডানের স্থায়ী সদস্য বাদল রায় আশা ছাড়েননি। বলেছেন, ‘কুমিল্লায় এখন ক্রিকেট লিগ চলছে। সেটা দু-একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর আমরা ফুটবল লিগের ভেন্যু হিসেবে সেখানে খেলা আয়োজন করতে পারবো। আমি নিজেও সেখানে যাবো্। তবে আমি আশাবাদী কুমিল্লাকে ফুটবলের ভেন্যু হিসেবে রাখতে পারবো।’

১৩ দলের প্রিমিয়ার লিগের অনুসরণে দ্বিতীয় স্তর অর্থাৎ চ্যাম্পিয়নশিপ লিগও ১৩টি দল নিয়ে হবে এবার। টিম বিজেএমসি নাম প্রত্যাহার করে নেওয়ায় ১৪ দল থাকছে না। বর্তমানে দলবদল চলছে। চ্যাম্পিয়নশিপ লিগ শুরু হবে আগামী ২৮ মার্চ।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা