X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৭ হাজারি ক্লাবে তামিম, ৬০৪ দিন পর সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ১৬:২৪আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৭:১২

৭ হাজারি ক্লাবে তামিম, ৬০৪ দিন পর সেঞ্চুরি ব্যর্থতার বৃত্ত ভাঙলেন তামিম ইকবাল। দীর্ঘদিনের রান-পিপাসা মেটানোর জন্য জিম্বাবুয়াকেই বেছে নিলেন বাংলাদেশ ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও ধীরগতিতে ব্যাট করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক তামিম। পুল, ফ্লিক, লেগ গ্লান্স, স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভসহ দারুণ সব শটে ৬০৪ দিন পর ওয়ানডেতে পেয়েছেন সেঞ্চুরি।

গত বিশ্বকাপ থেকে তামিমের ব্যাটিং নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। স্ট্রাইক রোটেট করে খেলতে না পারার কারণে অন্যপ্রান্তের ব্যাটসম্যানদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছিল। আজ (মঙ্গলবার) সেটি কাটিয়ে উঠলেন দেশসেরা ওপেনার। খোলস ছেড়ে বেরিয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে পান ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। একই সঙ্গে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের পেসার ডোনাল্ড তিরিপানো বলে দারুণ এক বাউন্ডারিতে ৭ হাজার রান পূরণ করেন তিনি। মাইলফলক থেকে ৮৪ রান দূরে থেকে শুরু করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে। ২০৪ ইনিংস খেলে তামিম এই ক্লাবের সদস্য হলেন। দুই কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও জাভেদ মিয়াঁদাদকে ছুঁয়েছেন সমান ইনিংসে ৭ হাজার রান করে।

আন্তর্জাতিক ওয়ানডেতে রান সংগ্রহের তালিকায় তামিমের পরে আছেন দুই বছর নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান। এই অলরাউন্ডার ২০৬ ম্যাচ ও ১৯৪ ইনিংসে ৩৭.৮৬ গড়ে করেছেন ৬ হাজার ৩২৩ রান। সাকিবের ৯ সেঞ্চুরির সঙ্গে আছে ৪৭ হাফসেঞ্চুরি।

মঙ্গলবার ৭ হাজার রানের মাইফলক ছুঁয়েই থেমে যাননি তামিম। ২৩ ইনিংস পর ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। হাফসেঞ্চুরির পর খানিক ধীরে ব্যাটিং করলেও মনোযোগে ঘাটতি আসেনি। ১০৬ বলে ১৪ চারে তামিম সেঞ্চুরির দেখা পান। ৯০’র ঘরে গিয়ে কিছুটা সাবধানী ছিলেন বাঁহাতি ওপেনার। পরে শন উইলিয়ামসের বল কভারে ঠেলে দিয়ে ২ রান নিয়ে পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। শেষ পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৮ রান করে ফেরেন প্যাভিলিয়নে।

২০১৮ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন তামিম। এরপর কেটে গেছে প্রায় দুই বছর। তামিম ম্যাচ খেলেছেন ২৪টি। আগের ২৩ ম্যাচে দুবার ৮০’র ঘরে গিয়ে থামতে হয়েছিল। সেই আক্ষেপ জুড়ালেন তিনি আজ।

তামিমের ফর্ম নিয়ে যত না আলোচনা ছিল, তার চেয়ে বেশি প্রশ্ন ছিল তার ব্যাটিংয়ের ধরন ও অতিরিক্ত ডট বল খেলা নিয়ে। চলতি সিরিজের প্রথম ম্যাচেও ৪৩ বলে মাত্র ২৪ রান করেছিলেন তিনি। নিজের সমস্যা কাটাতে সোমবার ঐচ্ছিক অনুশীলনে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে নিয়ে বাড়তি অনুশীলন করেছিলেন। সংবাদমাধ্যমে ম্যাকেঞ্জি বলেছিলেন, তামিমের বর্তমান অবস্থা কাটিয়ে প্রথম পাওয়ার প্লেতে দুটির বেশি বাউন্ডারি মারলেই হবে। মঙ্গলবার কোচের চাওয়ার চেয়ে বাড়তি কিছুই দিলেন তামিম। প্রথম ১০ ওভারে তার ব্যাট থেকে আসে দশটি দর্শনীয় চার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা