X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আরও দুঃসংবাদ এলো লিভারপুলে

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২০, ১৩:৫৮আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৫:০৮

চোটে ছিটকে গেছেন গোলকিপার আলিসন চার ম্যাচে তিন হার, যার মধ্যে রয়েছে টানা দুই হারের যন্ত্রণা। উড়তে থাকা লিভারপুলের ‍হঠাৎই ছন্দপতন। হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর অভিযানে যখন নামতে যাচ্ছে, তখনই আবার ধাক্কা খেলো প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। অলরেডদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে গোলকিপার আলিসনের চোট।

লিগ ম্যাচে আজ (শনিবার) বোর্নমাউথের বিপক্ষে নামবে লিভারপুল। এই ম্যাচের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগেও খেলা হচ্ছে না নিতম্বের চোটে ছিটকে যাওয়া আলিসনের। কবে ফিরবেন, সেটাও নিশ্চিত করে বলতে পারেননি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

ইংলিশ ক্লাবটির ছন্দপতনের শুরুটা আতলেতিকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ থেকে। মাদ্রিদ থেকে ক্লপের দল ফেরে ১-০ গোলে হেরে। এরপর চলতি লিগে প্রথমবার হারের তেতো স্বাদ পায় তলানির দল ওয়াটফোর্ডের কাছে। রেলিগেশনের শঙ্কায় থাকা দলটির কাছে হারে ৩-০ গোলে। সেই ধাক্কা কাটিয়ে উঠবে কী, উল্টো এফএ কাপ থেকে বিদায় নেয় তারা চেলসির কাছে ২-০ গোলে হেরে।

কঠিন এই পরিস্থিতির মধ্যে লিভারপুল হারালো আলিসনকে। চেলসির বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। অনুশীলনে পাওয়া আঘাত যে এতটা গুরুতর হবে বুঝতে পারেননি ক্লপ, ‘চেলসি ম্যাচের আগে অনুশীলনে সামান্য আঘাত পেয়েছিল আলিসন। আমরা সবাই ভেবেছিলাম তেমন কিছু হয়নি। এরপরও ঝুঁকি নেইনি, এই কারণে ওকে স্কোয়াডেও রাখিনি। কিন্তু স্ক্যান করার পর অন্যকিছুই এলো। এখন সে খেলতে পারছে না।’

কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে আলিসনকে? ক্লপ যা বললেন, সেটি লিভারপুল ভক্তদের জন্য দুশ্চিন্তারই, ‘বোর্নমাউথ ম্যাচের সঙ্গে সামনের সপ্তাহে (আতলেতিকোর বিপক্ষে) খেলতে পারবে না। এখন আমরা বিষয়টি পর্যবেক্ষণে রাখছি।’

তবে আলিসনের চোট যে বেশ গুরুতর, সেটির কিছুটা হলেও ধারণা পাওয়া গেছে তিনি ব্রাজিল দলে জায়গা না পাওয়ায়। বিশ্বকাপ বাছাইয়ের জন্য কোচ তিতে দল ঘোষণা করেছেন। বলিভিয়া ও পেরুর বিপক্ষে যথাক্রমে ২৮ মার্চ ও ১ এপ্রিল ম্যাচ হলেও লিভারপুল গোলকিপারকে দলে রাখেননি তিতে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা