X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ওয়ানডের নতুন অধিনায়ক তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২০, ২০:১০আপডেট : ০৮ মার্চ ২০২০, ২২:১৭

 

তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান সিলেটে শেষ হয়েছে মাশরাফির অধিনায়কত্বের অধ্যায়। দীর্ঘদিন ধরে মাশরাফি ওয়ানডে নেতৃত্ব দিলেও বাকি দুই সংস্করণের দায়িত্বে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিষেধাজ্ঞার কারণে দলে নেই সাকিব, আগামী অক্টোবরের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না। তাই মাশরাফির বিদায়ের পর আপৎকালীন অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করেছে বিসিবি।

রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করেন।

বিশ্বকাপের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যায় বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজের আগে চোটে পড়ে ছিটকে যান মাশরাফি। সঙ্গে সহ-অধিনায়ক সাকিব যান ছুটিতে। ফলে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তামিমের ওপর দায়িত্ব বর্তায় দলকে নেতৃত্ব দেওয়ার। তামিমের নেতৃত্বে তিনটি ম্যাচেই বাজে খেলে বাংলাদেশ দল ফেরে ধবলধোলাই হয়ে।

ওয়ানডের অধিনায়ক তামিম ইকবালের নাম ঘোষণা করে নাজমুল হাসান বলেন, ‘লম্বা সময়ের জন্য তাকে অধিনায়ক করা হয়েছে। সময় নির্দিষ্ট করা হয়নি। তাকে দীর্ঘ সময়ের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে।’

বিসিবি সভাপতি জানিয়েছেন চিন্তা-ভাবনা করেই বোর্ড সভায় তামিমকে পূর্ণাঙ্গ অধিনায়ক করা হয়েছে, ‘আমরা ভেবেছিলাম স্বল্প মেয়াদের জন্য করবো এবং চেয়েছিলাম যে আগামী বছর একজনকে পূর্ণাঙ্গ অধিনায়ক করা হবে। কিন্তু আজকের বোর্ড সভায় আমরা চিন্তা করলাম তামিমকেই দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক করা হোক। স্বল্পকালীন করার কোনও চিন্তা-ভাবনা নেই।’

ওয়ানডেতে দেশের সর্বাধিক রান করা তামিম অধিনায়ক হওয়ার পর উৎফুল্ল, ‘এটা আমার জন্য বিশাল সম্মানের। এই দায়িত্ব দিয়ে আমার ওপর আস্থা রাখায় আমি বিসিবিকে ধন্যবাদ জানাই। আমি জানি মাশরাফি মুর্তজার শূন্যতা পূরণে অনেক কাজ করতে হবে, তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের সেরা এবং অধিনায়ক হিসেবে আমার ও সব ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা।’
নতুন আরেকটি অধ্যায় শুরু হচ্ছে তামিমের ক্যারিয়ারের। সবার সহযোগিতা কামনা করেন তিনি, ‘এ যাত্রা অনেক উত্থানপতনের হবে। আমরা সবাই চাই বাংলাদেশ ওয়ানডে দল সফল হবে এবং যখন আমরা বিজয়ী হই তখন পুরো জাতির জন্য সেটা উদযাপনের মুহূর্ত হয়। আমি আশা করি বোর্ড, ভক্ত ও মিডিয়া আমার ভালো-খারাপ সব মুহূর্তে পাশে থাকবে।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন