X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বার্কোসকে মালেতে আটকানোর পথ খুঁজবে টিসি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৯:২২আপডেট : ১১ মার্চ ২০২০, ১৯:২৩

বার্কোস (বাঁয়ে) দুর্দান্ত খেললেন বড় ব্যবধানে হারতে হবে, এমনটা চিন্তাও করেনি মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। আর্জেন্টাইন হার্নান বার্কোসই তাদের ধসিয়ে দিয়েছে। বসুন্ধরা কিংসের ৫-১ গোলে জেতা ম্যাচে বার্কোসের গোলই চারটি! দলে উজ্জ্বল অভিষেকে খেলেছেন দৃষ্টিনন্দন ফুটবল। টিসি স্পোর্টসের কোচ মোহাম্মদ সাজলি ম্যাচ শেষে এসে দলের হারের কারণ হিসেবে তাই বার্কোসের নামটাই বললেন বিশেষভাবে।

আগেরদিনই সাজলি বলেছিলেন, ‘বিদেশি খেলোয়াড়েরা ম্যাচের চেহারা পাল্টে দিতে পারে।’ তার কথাটাই বুঝি শুনতে পেয়েছেন বসুন্ধরার দুই ফরোয়ার্ড কলিনদ্রেস ও বার্কোস। দলের পাঁচ গোলের চারটি বার্কোসের, অন্যটি কলিনদ্রেসের। দুজনের রসায়নটা এমনই জমেছিল যে প্রতিপক্ষ মাথা তুলেই দাঁড়াতে পারেনি।

দলের হারের পেছনে বার্কোস ছাড়াও পেনাল্টিকে দায়ী করছেন সাজলি, ‘বসুন্ধরা কিংসের বিদেশি খেলোয়াড়েরা পার্থক্য গড়ে দেওয়ার মতো, হয়েছেও তাই। ওরাই পার্থক্য গড়ে দিয়েছে। বিশেষ করে বার্কোস। আরেকটা বিষয়ও পার্থক্য গড়ে দেওয়ায় ভূমিকা রেখেছে। সেটা পেনাল্টি। আমরা দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করতে পারিনি। আমাদের তখন সুযোগ ছিল স্কোরলাইন ২-২ করার। এরপর ওরা পেনাল্টি পেলো এবং তা থেকে গোল করে এগিয়ে গেলা। আমরা আর ম্যাচে ফিরতে পারলাম না।’

সাজলি এর আগে আর্জেন্টাইন স্ট্রাইকারের খেলা দেখেননি। তার ভাষায়, ‘ম্যাচের  পার্থক্য আসলে গড়ে দিয়েছে বার্কোস। অসাধারণ খেলেছে সে। বসুন্ধরার হয়ে এই প্রথম বার্কোস খেললো। ফলে এর আগে ওদের হয়ে তার খেলার ধরন দেখার সুযোগ আমার হয়নি। এখন দেখলাম। আশা করি মালেতে তাকে আটকানোর পথ খুঁজে পাবো।’

৫-১ গোলে হেরেও হতাশ নন সাজলি, ‘রক্ষণের কোনও দায় আমি দেবো না। আমার কাছে ২-১, ৩-১ বা ৫-১ ব্যবধানে হার কোনও অর্থ বহন করে না। পিছিয়ে পড়ার পর রক্ষণে শক্তি কমিয়ে আমি চেষ্টা করেছিলাম যেন ঘুরে দাঁড়াতে পারি। কিন্তু সেটা হয়নি। তাই বড় ব্যবধানে হারতে হয়েছে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি