X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চলে গেলেন আবদুস সালাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১১:২৭আপডেট : ২১ মার্চ ২০২০, ১৭:৩৯

আবদুস সালাম (টুপি পরা) আর নেই সুপ্রীম কোর্টের আইনজীবী হলেও ক্রিকেট মাঠে দক্ষ আম্পায়ার হিসেবে পরিচিতি ছিল তার। সেই সৈয়দ আবদুস সালাম শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন।

দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার আসগর আলী হাসপাতালে ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন সালাম।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন। ক্রিকেটের এই সংগঠন দুটি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

সুপ্রীম কোর্টের আইনজীবী হলেও ক্রিকেট মাঠটা যেন বেশি করে টানতো অ্যাডভোকেট সালামকে। তাই তো অনেক পরিশ্রম করে নিজেকে একজন দক্ষ আম্পায়ার হিসেবে দাঁড় করিয়েছিলেন। দেশ-বিদেশে দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করে কুড়িয়েছেন সুনাম ও খ্যাতি। সদা হাস্যোজ্জ্বল অমায়িক স্বভাবের মানুষটি বেশ পরিচিত মুখ ছিলেন ক্রিকেট অঙ্গনে।
সত্তর-আশির দশকের খ্যাতিমান ক্রিকেট আম্পায়ার সালাম ঢাকা লিগ, নানা টুর্নামেন্ট, জাতীয় ক্রিকেট আসরের খেলা ছাড়াও সে সময়ে সফরকারী সব বিদেশি দলের বিপক্ষে বাংলাদেশের খেলা পরিচালনা করেন সুনামের সঙ্গেই। আম্পায়ারিং ছেড়ে দিয়েও বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের মায়া ছাড়তে পারেননি। ছিলেন এই সংগঠনের সহ-সভাপতি হিসেবে।

স্বাধীনতা উত্তর বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে এমসিসি, হায়দরাবাদ ব্লুজ, শ্রীলঙ্কার ম্যাচ পরিচালনা করেছেন। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে উচ্চারিত হবে সালামের নাম। ১৯৭৮ সালে প্রথমবারের মতো যশোর স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলা পরিচালনা করার মাঝে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে নিজের নাম লেখান তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট