X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উৎকণ্ঠায় দিন কাটছে সেরেনার

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২০, ২১:০২আপডেট : ২১ মার্চ ২০২০, ২১:০৭

করোনার দিনগুলিতে সেরেনা উইলিয়ামস খেলাধুলার অনেকেই স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকার সময়টুকু কীভাবে পার করছেন, সেটা ভক্তদের জানিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ বা নাচ-গান করছেন, কেউ আবার পরিবারের সঙ্গে মজার সময় কাটাচ্ছেন। এখানে ব্যতিক্রমই বলতে হয় সেরেনা উইলিয়ামসকে। ভালো নেই ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী। করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব তাকে কতটা ভোগাচ্ছে, তা প্রকাশ করলেন টিকটক পোস্টে।

এক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে সেরেনা জানান, করোনার কারণে ছয় সপ্তাহ নিজেকে গৃহবন্দী করে রাখবেন। ভেবেছিলেন পরিবারের সঙ্গে সময়টা ভালো কাটবে। কিন্তু বিশ্বের সংকটময় পরিস্থিতিতে বিষণ্নতায় ভুগছেন আমেরিকান টেনিস তারকা। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তার।

৩৮ বছর বয়সী সেরেনা ‘একঘরে’ থাকার অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন ভক্তদের সঙ্গে, “আমি এক মিনিট সময় নেবো, করোনায় আমার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে চাই। প্রথমে আমার অনুভূতিটা ছিল এরকম: ‘আমার কোনও ক্ষতি করতে পারবে না এটা।’ তারপর হঠাৎ করে ইন্ডিয়ান ওয়েলস স্থগিত হলো এবং তখন মনে হচ্ছিল: ‘ওহ, খারাপ লাগলো। কিন্তু আমি তো কিছুটা বিশ্রাম পেলাম, সময়টা উপভোগ করবো।’ তারপর একটা একটা করে টুর্নামেন্ট স্থগিত হলো, একটা সময় আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম।”

ছোটখাটো বিষয়েও সেরেনা এখন দিশেহারা হয়ে পড়ছেন, ‘অনেক দিন ধরে আমি সামাজিক দূরত্ব বজায় রাখছি, সম্ভবত দুই সপ্তাহ। প্রতিটি ছোটখাটো বিষয়েও আমি দিশেহারা হয়ে যাচ্ছি। এই উৎকণ্ঠা, এক কথায় আমি দুশ্চিন্তায় আছি। আমার আশেপাশে যেকোনও সময় কেউ হাঁচি বা কাশি দিলে খেপে যাচ্ছি। কারও সঙ্গ ভালো লাগছে না, কারও মানে আমার মেয়ের সঙ্গও। সে কাশি দিলেও আমি রেগে যাচ্ছি এবং চোখ বড় করছি। সে রাগী সেরেনাকে দেখছে। এরপর কষ্ট হচ্ছে। দুশ্চিন্তা হচ্ছে: সে ঠিক আছে তো? আমার মেয়ের কোনও কিছু হয়নি তো? আমার কী কিছু করার আছে। আমি জানি না কী করতে হবে। চিন্তামুক্ত থাকতে পারলাম কই, আমার মধ্যে এখন একরাশ বিষণ্নতা।’

এভাবে কতদিন কাটবে জানেন না সেরেনা। অন্তত তিন মাস কোর্টে ফেরা হবে না। কারণ এটিপি ও ডাব্লিউটিএ সব টুর্নামেন্ট জুন পর্যন্ত স্থগিত রেখেছে। আর পুরো ক্লে-কোর্ট মৌসুমই বাতিল করা হয়েছে।

 

 

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা