X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এক বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২০, ২০:১৯আপডেট : ২৪ মার্চ ২০২০, ২০:৩২

এক বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি রূপ নিলেও টোকিও অলিম্পিক আয়োজনে অনড় ছিল জাপান। যদিও তাদের চোয়াবদ্ধ প্রতিজ্ঞায় কিছুটা ফাটল ধরে কানাডা ২০২০ সালের গেমস ‘বয়কট’ করায়। নতুন করে ভাবনা জাগায় আয়োজনে। অবশেষে বর্তমান পরিস্থিতি আমলে নিয়ে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতেই হলো জাপানকে। এক বছরের জন্য স্থগিত করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা।

অলিম্পিক ২০২১ সালে চলে গেলেও থাকবে আগের নামই- ‘টোকিও ২০২০’। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক ও ‍ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। তার আগেই অবশ্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জানিয়েছিলেন, ২৪ জুলাই থেকে অলিম্পিক শুরুর কথা থাকলেও সেটি হচ্ছে না। তিনি বলেছেন, ‘আমি (আইওসি) সভাপতি টমাস বাখকে এক বছরের জন্য অলিম্পিক স্থগিত করার প্রস্তাব করার সঙ্গে সঙ্গে তিনি আমার সঙ্গে শতভাগ একমত পোষণ করেন।’

এরপর টোকিও অলিম্পিকের আয়োজক ও আইওসি যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘অভূতপূর্ব ও অপ্রত্যাশিত পরিস্থিতি বিরাজ করছে গোটা বিশ্বে। গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, কোভিড-১৯ রোগ আরও ব্যাপক হারে ছড়াচ্ছে। এই অবস্থায় আইওসি সভাপতি ও জাপানের প্রধানমন্ত্রী সিদ্ধান্তে পৌঁছেছেন, টোকিও ২০২০ গেমসের সূচি অবশ্যই পাল্টাতে হবে, ২০২১ সালের গ্রীষ্মের আগে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয়।’

গত রবিবার প্রথম দেশ হিসেবে অলিম্পিকে অংশ নেওয়া বাতিল করেছিল কানাডা। পরে নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়াও। আর যুক্তরাষ্ট্রের ট্র্যাক অ্যান্ড ফিল্ড টোকিও অলিম্পিকে না পাওয়ার সিদ্ধান্ত নেয়। আরও কয়েকটি দেশ আলোচনা শুরু করেছিল। এরই মধ্যে গেমসই স্থগিত করে দেওয়া হলো এক বছরের জন্য।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!