X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এবার অসহায়দের পাশে বাংলাদেশের দুই ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ১৫:১৩আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৫:২৫

ফরোয়ার্ড আরিফুর রহমান অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিয়েছেন। এছাড়া মাশরাফিরা নিজেদের বেতনের অর্ধেক দান করেছেন। এবার জাতীয় দলের দুই ফুটবলারও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন।

করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সবাইকে বাসায় থাকতে বলা হয়েছে। এতে করে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। দিনমজুরদের জীবনযাপন এখন দুরূহ হয়ে পড়েছে। এই অবস্থায় সমাজের নানা প্রান্ত থেকে তাদেরকে সাহায্য করার জন্য অনেকেই হাত বাড়িয়ে দিয়েছে। সেই তালিকায় এবার যোগ দিলেন বাংলাদেশের দুই ফরোয়ার্ড আরিফুর রহমান ও বিপলু রহমান।

কুমিল্লা সদরে বিবিরবাজারে থাকেন জাতীয় দলের ফরোয়ার্ড আরিফুর। নিজ গ্রাম ছাড়াও শহরে এসে দরিদ্র মানুষদের সাহায্য করতে দেখা গেছে তাকে। প্রায় ৫০ জন মানুষকে চাল, ডাল, আলু, তেল ভর্তি একটি করে প্যাকেট দিয়েছেন তিনি। তার সঙ্গে ছিলেন স্থানীয় ফুটবলাররাও।
মহৎ এই কাজ প্রসঙ্গে আরিফুর বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অসহায় লোকদের অবস্থা দেখে নিজেই সাহায্যের জন্য এগিয়ে এসেছি। নিজের সীমিত সামর্থ্যের মাধ্যমে যতটুকু পেরেছি করেছি। আমার মতো যারা সামর্থ্যবান আছেন, তারা যদি দরিদ্র লোকদের সেবায় আসেন তাহলে সবার জন্যই ভালো হবে।’

অসহায়দের সাহায্যের দৃশ্যটি ভিডিও করে ফেসবুক পেজে পোস্টও করা হয়েছে। এর কারণ ব্যাখ্যায় আরিফুর বললেন, ‘আমি আসলে ভিডিও দিতে চাইনি। আবার চিন্তা করলাম আমার এই কাজ দেখে যদি সবাই উদ্বুদ্ধ হয়। যেমন বিপলু ভাইকে দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি।’

আরিফুরের আগে জাতীয় দলের আরেক ফরোয়ার্ড বিপলু আহমেদ নিজ শহর সিলেটে দরিদ্র মানুষের সেবায় এগিয়ে এসেছেন। চাল, ডাল, আলু, তেলসহ নানান কিছু নিয়ে একটি করে প্যাকেট অসহায়দের হাতে তুলে দিয়েছেন।

২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে লাওসকে হারিয়ে বাংলাদেশকে সেমিফাইনালে উঠানোর এই নায়ক বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ হয়ে গেছে। যারা দিন আনে দিন খায় তারা বেশি বিপাকে আছে। ইচ্ছে করলেও তাদের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। এই সব দিক থেকে আমি সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি করছি। আমার মতো যারা সামর্থব্যান, আশা করছি সবাই দরিদ্র মানুষদের জন্য এগিয়ে আসবেন। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে ভালোই হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!