X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কাছে থাকার মর্ম বুঝছেন করোনা আক্রান্ত আর্তেতা

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২০, ১৬:৪৯আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৬:৫৫

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বর্তমান পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেই একে অন্যের সঙ্গে কথা আদান-প্রদান হয় বেশি। পাশাপাশি থেকেও মানুষজন বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তর্জালে ‘বন্দি ’থেকে। একসঙ্গে গল্প করার সেই আনন্দও আর আগের মতো নেই। প্রাণঘাতী হলেও করোনাভাইরাস হয়তো মানুষকে কাছে থাকার নতুন এক বার্তা দিয়ে যাচ্ছে! আর্সেনাল কোচ মিকেল আর্তেতা যেমন বিষয়টি উপলব্দি করছেন খুব। করোনা আক্রান্ত হয়ে একাকী কাটানো মুহূর্তগুলো বারবার তাকে বোঝাচ্ছে কাছে থাকার মর্ম।

৩৮ বছর বয়সী আর্সেনাল কোচের শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে ১২ মার্চ। সেই থেকে আইসোলেশনে রয়েছেন তিনি। নিজে যেমন কারও কাছে যেতে পারছেন না, তেমনি তার কাছেও আসতে পারছেন না কেউ। কাছের মানুষগুলো থেকে দূরে থাকার যন্ত্রণা প্রতিটি মুহূর্তে পাচ্ছেন আর্তেতা।

বার্তা পাঠিয়ে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেই এখন সবচেয়ে বেশি যোগাযোগ হয়। কিন্তু কাছের মানুষদের সঙ্গে সামনাসামনি কথা বলা কিংবা মনের কথা আদান-প্রদানের মধ্যে কতটা সুখ আছে, সেটাই প্রকাশ পেয়েছে সাবেক স্প্যানিশ মিডফিল্ডারের কথায়, ‘আমরা এখন এমন একটি পৃথিবীতে বসবাস করছি, যেখানে সবকিছু সামাজিক মাধ্যমে, সবকিছু হয় হোয়াটসঅ্যাপে লিখে। কিন্তু একে অন্যকে স্পর্শ করা, অনুভূতি ভাগাভাগি করা ও জড়িয়ে ধরা কতটা গুরুত্বপূর্ণ জানেন? আমার ভালোবাসার মানুষদের সঙ্গে আমি এগুলো কিছুই করতে পারছি না।’

ধারণা করা হয়, করোনা আক্রান্ত গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস মারিনাকিসের সঙ্গে হাত মেলানোয় করোনা আক্রান্ত হয়েছেন আর্তেতা। ফেব্রুয়ারিতে গ্রিক ক্লাবটির বিপক্ষে ইউরোপা লিগ খেলেছে আর্সেনাল। যদিও বৃহস্পতিবার আর্তেতা দাবি করেছেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ এবং মানুষজনের সরকারের নির্দেশনা মেনে চলা উচিত।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়