X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ভালো সময় আমাদের থেকে খুব বেশি দূরে নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ১৪:০২আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৪:০২

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে সবাইকে বাসায় থাকার কথা বলা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ১০ দিনের ছুটি দেওয়া হলেও কেউ কেউ বাসার বাইরে অপ্রয়োজনেই বের হচ্ছেন। তাদেরকে বার্তা দেওয়া বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর বিশ্বাস, শিগগিরই আসবে ভালো সময়।

শুক্রবার রাতে করোনা থেকে মুক্তি পেতে বেশ কিছু বিষয় নিয়ে চিন্তা করেছেন মাহমুদউল্লাহ! রাতের সেই চিন্তাগুলোই আজ (শনিবার) দুপুরে ফেসবুকে এক ভিডিও বার্তায় প্রকাশ করেছেন তিনি, ‘ আশা করছি সবাই বাসায় আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। একটা বিষয় হঠাৎ করে মাথায় আসলো, তাই ভাবলাম এ বার্তাটা আপনাদের দেই। গতকাল (শুক্রবার) রাতে বিষয়টি মাথায় এসেছিল। হয়তো এভাবে অনেকেই চিন্তা করেছেন।’

মাহমুদউল্লাহ নিজেও আছেন হোম কোয়ারেন্টিনে। সে কারণে সবার অবস্থা তার জানা, ‘আমরা কয়েকদিন বাসায় বসে আছি। বাসার নিত্যদিনের কাজগুলো করছি। গাছে পানি দিচ্ছি। বই পড়ছি। ব্যায়াম করছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি। এ সব কাজগুলোর মাঝে যেহেতু আমরা কয়েকদিন বাসায় আছি, আমাদের ভেতরে হয়তো একুট অবসাদ চলে আসতে পারে। একটু বোরিং ফিল হতে পারে।’

বিরক্তি এলেও বাইরে না যাওয়ার পরামর্শ মাহমুদউল্লাহর, ‘মাথায় আসতে পারে একটু বাসার নিচে যাই। একটু কয়েকজনের সঙ্গে কথা বলি বা বাসার সামনের মোড় থেকে একটু হেঁটে আসি। যদি কারও মাথায় কিংবা মনে এরকম চিন্তাধারা উঁকি দিয়ে থাকে, সেগুলোও যেন আমরা মাথা থেকে ঝেরে ফেলি। কারণ এ মুহূর্তে বাসায় থাকাটাই নিরাপদ। এটা সময়ের দাবি। এই নিয়মটা যেন আমরা মেনে চলি। এটা যতটুকু আমার জন্য প্রযোজ্য ঠিক আমাদের পরিবারের সদস্যদের জন্যও প্রযোজ্য। আবার অন্যদের এবং তাদের পরিবারের জন্যও প্রযোজ্য। নিজে নিরাপদে থাকি এবং অন্যদের নিরাপদে রাখার চেষ্টা করি।’

করনোভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকার অনুষঙ্গ বিষয়গুলো আবারও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘সবাই তো জানি যে আমাদের হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের না হই। যদি বের হই তাহলে যেন মাস্ক ব্যবহার করি। সর্দি, কাঁশির সময় যেন আমরা বাহু ব্যবহার করি। টিস্যু ব্যবহার করতে পারি। এখন সময়ের দাবি বাসায় থাকার। এটা সবার জন্য মঙ্গলজনক।’

মাহমুদউল্লাহর বিশ্বাস দ্রুতই কঠিন সময় পেরিয়ে ভালো সময় দেখবে বাংলাদেশ, ‘সবকিছু ঠিকমতো করতে পারলে ইনশাআল্লাহ আমরা এ কঠিন সময় পেরিয়ে যাব। ওই ভালো সময় আমাদের থেকে খুব বেশি দূরে নয়, এটা আমি বিশ্বাস করি। সবাই একত্রে দেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন