X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

করোনার কালে ঘরে ভালোই আছেন মুশফিক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ১৯:৩৪আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৯:৪৩

মুশফিকের খাবার করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করার পাশাপাশি ৩০ লাখ টাকার তহবিল গড়তে ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম।  এর বাইরে ঘরে থেকে নিজের মতো করে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।  শুক্রবার রাতে স্ত্রী মন্ডির হাতে বানানো খাবারের যে ছবি দিয়েছেন মুশফিক, তাতে বোঝা যাচ্ছে স্বেচ্ছায় গৃহবন্দি থাকার সময়টা খারাপ কাটছে না। 

মুশফিক এমনিতেই সুযোগ পেলে পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। করোনাভাইরাসের  সংক্রমণরোধে সরকার সবাইকে ঘরে থাকতে বলেছে।  এদিকে মাঠের ক্রিকেট বন্ধ, বিশ্ব ক্রীড়াঙ্গনও স্থবির। বাসায় বন্দি থাকলেও পরিবারকে অফুরন্ত সময় দিতে পারছেন দেশসেরা উইকেটকিপার -ব্যাটসম্যান।

ছেলে মায়ানের সঙ্গে দারুণ সময় কাটানোর পাশাপাশি স্ত্রীর হাতের তৈরি মুখরোচক খাবারেরও স্বাদ নিতে  পারছেন মুশফিক! শুক্রবার রাতে চিকেন মশলা, রুটি, ঘন ডাল ও ফিশফ্রাই দিয়ে ডিনার সেরেছেন। সব পদই রান্না করেছেন মুশফিকের স্ত্রী মন্ডি। এমন চমৎকার খাবার যিনি তৈরি করেছেন, তাকে ধন্যবাদ না জানিয়ে কি পারা যায়! মুশফিক স্ত্রীকে ধন্যবাদ  জানিয়েছেন ফেসবুক পেজে পোস্ট দিয়ে। খাবারের ছবি দিয়ে পোস্টে লিখেছেন, ‘স্বাস্থ্যকর খাবার খাও, সুস্থ থাকো ... আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমার স্ত্রীকে (আমার প্রধান শেফ)।’  

খাবারের  ছবি ফেসবুকে পোস্ট করার পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সারিদ উদ্দিন সিদ্দিক নামের একজন মুশফিকের পোস্টের নিচে মন্তব্য করেছেন, ‘আপনারা দেশের গুরুত্বপূর্ণ নাগরিক ভাই! আপনারা সেলিব্রেটি! আপনাদের প্রচুর হেলদি খাবার খেতে হবে। খান আপনারা খান! খেয়ে খেয়ে আপলোড দেন কোরমা পোলাও! আর এদেশে না খেয়ে মরা মানুষ গুলোর জন্য তো আপনারা ২৭ জন মিলে ত্রিশ লক্ষ টাকা দিয়েছেন! সমস্যা নাই ভাই!! দেশের এই ক্রান্তিকালে  আপনাদের এই ব্যবহার আমরা মনে রাখবো। মুশফিক ভাইয়ের জন্য একটা তালি হবে.. !’

ঠাসা  ক্রিকেট সূচিতে ক্রিকেটাররা পরিবারের সঙ্গে খুব একটা সময় কাটানোর সুযোগ পান না। করোনার কারণে সেই সুযোগটা পেয়েছেন তারা। একদিকে মুশফিকের ছবি নিয়ে সমালোচনা হচ্ছে। অন্যদিকে  অনেক ভক্ত পরিবারের সঙ্গে সময় কাটানোর দারুণ সুযোগ হিসেবে দেখছেন এই সময়কে। পরিবারকে সময় দেওয়ার জন্য মুশফিককে ধন্যবাদ দেন তারা। আবির নামের একজন  লিখেছেন, ‘ভাবির হাতের রান্না দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে নিশ্চয়ই তার থেকে হাজারগুণ সুস্বাদু। অনেক অনেক ভালোবাসা ভাই!’

২০১৪ সালের ৫ সেপ্টেম্বর মাহমুদউল্লাহর শ্যালিকা জান্নাতুল কিফায়াত মন্ডিকে বিয়ে করেন মুশফিক। ২০১৭ সলের ৫ ফেব্রুয়ারি তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান শাহরুজ রহিম মায়ান।

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা