X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এই পরিস্থিতিতে ফুটবলাররা সহজ টার্গেটঃ মাসচেরানো

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২০, ০৩:৩৭আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০৩:৪৭

হাভিয়ের মাসচেরানো অনেক কথা চালাচালি হলো। সমালোচনা হলো অনেক। বিশ্বজুড়ে করোনা-দুর্যোগের এই সময়ে মেসিরা শেষ পর্যন্ত এগিয়ে এলেন বার্সেলোনার আর্থিক সংকট সামাল দিতে। তারা কথা দিলেন মাসিক বেতনের ৭০% ছাড় তো দেবেনই, সঙ্গে ক্লাবের অন্য কর্মচারীদের কর্তিত বেতনটাও তারা বহন করবেন। এর আগেই কিন্তু রোনালদোরা তাদের ক্লাব জুভেন্টাস যাতে আর্থিক সংকট উতরাতে পারে সে জন্য চার মাসের বেতন ছেড়ে দিয়েছেন।

এসব দেখেশুনেই হয়তো হাভিয়ের মাসচেরানো বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে (ইনস্টাগ্রাম লাইভ) বলেছেন, ফুটবলাররা আসলে খুব সহজ টার্গেট। ‘খেলোয়াড়দের আর্থিক সামর্থ্য নিয়ে এত বেশি কথা বলা হয় যে তারা সে কারণেই হয়তো সহজ টার্গেট। এটা এখন ধরেই নেওয়া হয় যে খেলোয়াড়েরা এরকম সাহায্য-সহযোগিতা করতে বাধ্য’-বলেছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক ফুটবলার।

আজেন্টিনার রিভারপ্লেটে পেশাদার ফুটবল শুরু করে মাসচেরানো নিজেকে চেনান ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলে গিয়ে। সেখান থেকে এই সব্যসাচী ফুটবলারের খ্যাতির আলোয় আসা স্পেনের বার্সেলোনায়। ২০১০ সাল থেকে ২০১৮- সাড়ে সাত বছর বার্সেলোনার অপরিহার্য নাম তিনি, সাফল্যে কিংবা ব্যর্থতায় কাতালান ক্লাবটির ছিলেন অবিচ্ছেদ্য অংশ। ২০১৮ সালে চীনের সুপার লিগের দল হেবেই ফুরচুনে যোগ দেন। সেখানে এক বছর কাটিয়ে ফিরে গেছেন স্বদেশে, খেলছেন এস্তুদিয়ান্তেসে। আর্জেন্টিনা থেকেই করোনাভাইরাস-সংকটে খেলোয়াড়দের সাহায্যের বিষয়টি  নিয়ে কথা বলেছেন ৩৫ বছর বয়সী ফুটবলার।

তার কথায় গর্ব মিশে আছে, গর্বের সঙ্গে একটু বেদনাও হয়তো মাখামাখি হয়ে আছে, ‘এটা পরিষ্কার যে এরকম পরিস্থিতিতে আমাদের সবাইকে (খেলোয়াড়) সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। বর্তমানে যা চলছে, তাতে আমাদের অনেকের বলারও প্রয়োজন নেই যে কোথায় বা কিসে আমাদের সাহায্যের হাতটা লাগাতে হবে।’

মাসচেরানোর কথা, এমন নয় যে খেলোয়াড়েরা সবসময় কাউকে বলেই সাহায্যটা করে, ‘আমি তো অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই সাহায্য করেছি, কিন্তু কখনও তা প্রচারের আলোয় আনতে চাইনি। এটা আমাদের অন্তর থেকে আসে, আমরা একে পবিত্র দায়িত্ব মনে করি। এটা আমরা বলে-কয়ে করি না।’

বার্সেলোনার হয়ে পাঁচটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৯টি ট্রফি জয়ের অংশ ছিলেন মাসচেরানো। কাতালান ক্লাবটিকে ভোলা তার পক্ষে সম্ভব নয়। ইনস্টাগ্রামে বার্সেলোনাকে নিয়েও কথা বলেছেন তিনি, ‘আমি খুব ভাগ্যবান যে বার্সেলোনার মতো ক্লাবে আমি খেলেছি। আমার শক্তির দিক কী ছিল? কিছুই না। অসাধারণ ওই ক্লাবটির পরিবেশ-পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পর আমি আমার সর্বোচ্চটাই দিয়েছি আর তাতেই পেয়েছি জয়ের সুযোগ।’

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন