X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নেইমার-লাউতারো দুজনকেই চায় বার্সা

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২০, ১৭:১৯আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৭:১৯

বার্সার ‘টার্গেট’ নেইমার ও লাউতারো মার্তিনেজ স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন, নেইমার ও লাউতারো মার্তিনেজ দুজনের সঙ্গেই যোগাযোগ রাখছে বার্সেলোনা। উদ্দেশ্য, একজন না করলে বিকল্প হিসেবে অন্যজন যেন থাকে। তবে বার্সেলোনাভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোর খবর, লাতিন আমেরিকার দুই খেলোয়াড়কেই সামনের গ্রীষ্মে ন্যু ক্যাম্পে আনতে চাইছে কাতালানরা।

করোনাভাইরাসের কারণে এখন খেলা বন্ধ। তাই মূল দলের সব খেলোয়াড়ের বেতনের ৭০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। এতে মোটা অঙ্কের অর্থ জমা হবে তাদের কোষাগারে। তাই গ্রীষ্মের দলবদলে নেইমারকে ফেরানোর সঙ্গে লাউতারোকেও আনা সম্ভব হবে বলে মনে করছে বার্সেলোনা কর্তৃপক্ষ- এমন খবর দিয়ে মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মেসিকে সঙ্গে নিয়ে বিশ্বসেরা আক্রমণভাগ গড়ার পরিকল্পনা স্প্যানিশ চ্যাম্পিয়নদের।


ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ইতিমধ্যে জানিয়েছেন, করোনার শঙ্কা কেটে যাওয়ার পর গ্রীষ্মের দলবদলের সময় তাদের কোষাগার ফুলেফেঁপে উঠবে। মেসিদের বেতন ৭০ শতাংশ কেটে নিলে অর্থের বড় একটা অংশই জমা হবে। যে কারণে শুধু নেইমারকে ফেরানো নয়, লাউতারোকে কেনার পরিকল্পনাও রাখছে।
গত মৌসুমে নেইমারকে ফেরাতে চেষ্টার কমতি রাখেনি। লম্বা আলোচনা শেষে দলবদলের জানালা বন্ধ হওয়ার একদিন আগে নিশ্চিত হওয়া যায়, নেইমারকে থাকতে হচ্ছে প্যারিস সেন্ত জার্মেইতেই। তবে এবার নাকি ফরাসি ক্লাবটির চাওয়া ১৮০ মিলিয়ন ইউরো পরিশোধ করেই ব্রাজিলিয়ানকে ‘ঘরে’ ফেরাতে প্রস্তুত বার্সা।
ইন্টার মিলানের লাউতারোর দিকে বার্সেলোনার নজর আগে থেকেই। চলতি মৌসুমের মাঝপথে লুইস সুয়ারেজ ও উসমান ডেম্বেলে চোটে ছিটকে গেলে জানুয়ারির দলবদলে ২২ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকারকে আনতে চেয়েছিল কাতালানরা। যদিও এবারের মৌসুমে ইন্টারের জার্সিতে ১৬ গোল করা লাউতারোর ১০০ মিলিয়র ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করা সম্ভব হয়নি বার্সার।

তবে গ্রীষ্মের দলবদলে সেটি পূরণ করে জাতীয় দল সতীর্থ মেসির সঙ্গে জুটি গড়তে তাকে নিয়ে আসার পরিকল্পনা কাতালান ক্লাবটির। এই চুক্তির অংশ হিসেবে নাকি আর্তুরো ভিদালকে পাঠিয়ে দেওয়া হবে সান সিরোতে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা