X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনাভাইরাস: গ্র্যান্ডমাস্টার রাজীব জানেন না কবে দেশে ফিরবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ১৭:৫৯আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৮:০৩

জার্মানিতে আটকা পড়েছেন গ্র্যান্ডমাস্টার রাজীব। মার্চের শুরুতে জার্মানি গেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। উদ্দেশ্য ছিল সেখানে দুটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সঙ্গে কিছুদিন ছুটিও কাটিয়ে নেওয়া যাবে। কারণ জার্মানির মেইঞ্জ শহরেই থাকেন তার বোন। এক ঢিলে দুই পাখি মারবার পরিকল্পনা ছিল। কিন্তু গিয়েই বিপদের মধ্যে পড়েছেন। করোনাভাইরাসের কারণে সব খেলাই স্থগিত হয়েছে। আবার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় এখন সেখানেই আটকা পড়েছেন আরেক ফিদে মাস্টার তৈয়বুর রহমানের সঙ্গে।

লকডাউনের মতো পরিস্থিতি থাকায় এ দুজনেই যে দেশে ফিরবেন, সেই উপায়ও নেই। ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকায় মেইঞ্জ শহর থেকে অন্য কোথাও যেতেও পারছেন না। এমনকি ঘরের বাইরেও যাওয়া মানা। এতসব বিধিনিষেধের মাঝে আবার ভিসার মেয়াদও ফুরিয়ে আসছে। যার মেয়াদ আছে আগামী ৩ এপ্রিল পর্যন্ত! সেখানে তাই সময়টা কাটছে নানাবিধ উৎকণ্ঠায়। বাংলা ট্রিবিউনকে তিনি জানালেন, ‘এখানে ভ্রমণের পাশাপাশি প্রতিযোগিতায় খেলতে এসেছিলাম। কিন্তু করোনার কারণে তা হয়ে উঠেনি। এখন তো আমাদের ভিসার মেয়াদও শেষ হতে চলেছে। যদিও আমরা নতুন করে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছি। নতুন মেয়াদে কত দিনের জন্য ভিসা পাই তাও জানি না। এখন দেখা যাক কী হয়।’

গত ৩০ মার্চ তাদের ঢাকায় আসার কথা ছিল। সেভাবে টিকিট কাটা হয়েছিল। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞায় বের হওয়াই কঠিন। এই অবস্থায় বাংলাদেশে থাকলে সবচেয়ে নিরাপদ বোধ করতেন। তাও আর হচ্ছে কই? কখন ফিরতে পারবেন, এই আশঙ্কায় দিন কাটাচ্ছেন। একই সঙ্গে যারা তার মতো গিয়ে আটকে পড়েছেন। তাদের থাকার সমস্যার কথাও উঠে এলো রাজীবের ভাষ্যে, ‘করোনা পরিস্থিতি না থাকলে আমরা এখন ঢাকাতেই থাকতাম। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সেটি হলো না। ঘর থেকেই বের হতে পারছি না। আমি না হয় বোনের বাসায় থাকতে পারছি। কিন্তু অনেকের তো থাকারই সমস্যা। এখন পরিস্থিতি উন্নতি হলেই হয়। বাংলাদেশে কবে যে ফিরতে পারবো, তা জানি না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়