X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বেলজিয়ান লিগ বাতিল, চ্যাম্পিয়ন হচ্ছে ক্লাব ব্রুজ

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২০, ১৪:৪৯আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৪:৫৬

চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ক্লাব ব্রুজকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ নিয়েই যত আলোচনা। প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি ‘আ’, বুন্দেসলিগা ও ফরাসি লিগ ওয়ান কবে শুরু হবে, এই নিয়ে যখন ফুটবল বিশেষজ্ঞরা নানান মত দিচ্ছেন, ঠিক তখনই সিদ্ধান্ত নিয়ে ফেললো বেলজিয়াম প্রো লিগ। ইউরোপিয়ান ঘরোয়া ফুটবলের প্রথম লিগ হিসেবে তারা বাতিল করেছে এবারের মৌসুম।

বেলজিয়াম ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বাতিল হলেও চ্যাম্পিয়ন নির্ধারণ করা হচ্ছে ঠিকই। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ক্লাব ব্রুজকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বলে খবর ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর। একই সঙ্গে অবনমনের দলগুলো নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ১৫ এপ্রিল।

করোনাভাইরাস আতঙ্কে বেলারুশ বাদে বন্ধ হয়ে গেছে ইউরোপের সব দেশের ফুটবল। লিগগুলোর ভবিষ্যৎ কী হবে, সেই হিসাব মেলানো হচ্ছে। উয়েফা অবশ্য মৌসুম শেষ করতে এবারের ইউরো পিছিয়ে আগামী বছরে নিয়ে গেছে, একই সঙ্গে মৌসুম শেষ করার সময় নির্ধারণ করে দিয়েছে ৩০ জুন পর‌্যন্ত। বেলজিয়াম প্রো লিগ কর্তৃপক্ষ অবশ্য এতদিন অপেক্ষায় থাকলো না। বৃহস্পতিবার রাতেই মৌসুমের বাকি অংশ বাতিলের ঘোষণা করেছে।

অবশ্য মাত্র এক রাউন্ডের খেলাই বাকি ছিল বেলজিয়াম লিগের। ১৬ দলের লিগের ২৯ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা গেঙ্কের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে ক্লাব ব্রুজ। চ্যাম্পিয়ন হওয়াটা তাদের নিশ্চিতই ছিল। কিন্তু করোনার কারণে লিগ বাতিল হয়ে গেলে তাদের শিরোপার কী হবে, সেটাই ছিল প্রশ্ন। তবে ভিডিও কনফারেন্সে লিগ কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে তাদেরই। কারণ লিগের সঙ্গে শেষ রাউন্ডের পয়েন্টও বাতিল করা হয়েছে, তাই পয়েন্ট টেবিলের আগের অবস্থান ধরে রেখে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে ব্রুজ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে লিগ কমিটি জানিয়েছে, বোর্ড ও সহযোগী সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবারের প্রো লিগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলিগেশন ও প্রমোশনের ব্যাপারে কাজ চলেছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ১৫ এপ্রিল।

করোনার কারণে লিগ শিরোপা নিষ্পত্তি করতে চেয়েছিল তারা প্লে অফের মাধ্যমে। কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে এসে ক্লাব ব্রুজকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে যাচ্ছে বেলজিয়াম প্রো লিগ কর্তৃপক্ষ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা