X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

খেলা বন্ধ করবে না বেলারুশ ফুটবল ফেডারেশন

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২০, ১৪:১৩আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৪:১৫

ইউরোপে কেবল বেলারুশেই হচ্ছে ফুটবল করোনাভাইরাস আতঙ্কে ইউরোপের সব ফুটবল লিগ বন্ধ। কোনও পর‌্যায়ের খেলাই হচ্ছে না। ব্যতিক্রম কেবল বেলারুশ। বিশ্বের কঠিন পরিস্থিতিতেও ফুটবল চালিয়ে যাচ্ছে দেশটি। শুধু কী তাই, প্রথম বিভাগ ফুটবল নিয়ম মেনেই আয়োজন করছে বেলারুশ ফুটবল ফেডারেশন।

বেলারুশিয়ান প্র্রিমিয়ার লিগ, যেটি দেশটির শীর্ষ ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা­- বন্ধ করার কোনও কারণই দেখছেন না ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সার্জেই জারদেৎস্কি। বিশ্বজুড়ে করোনাভাইরাস মরামারি আকার ধারণ করলেও বেলারুশে ফুটবলে চালিয়ে নেওয়ার মতো অবস্থা আছে বলে মত এই ফুটবল কর্তার।

বিশ্বের প্রায় সব দেশের ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সবার সুরক্ষার কথা চিন্তা করে বৈশ্বিক প্রতিযোগিতাগুলোও স্থগিত কিংবা বাতিল করা হয়েছে। বেলারুশ এই জায়গায় যেন ‘অন্য পৃথিবী’। করোনার প্রভাব ইউরোপের এই দেশটিতেও কিন্তু পড়েছে। গতকাল (৩ এপ্রিল) পর‌্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বেলারুশে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৩৫১ জন, আর মারা গেছে ৪ জন।

আগের দিনই বেলারুশ সরকার সব সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ক্রীড়াঙ্গনের দেশি-বিদেশি সব ইভেন্ট ৬ এপ্রিল পর‌্যন্ত স্থগিত করেছে। এই আদেশ জারির পরও জারদেৎস্কি ইএসপিএনকে জানিয়েছেন, ঘরোয়া ফুটবল লিগ ঠিকই চালু থাকবে।

বেলারুশ ফুটবলের সেক্রেটারি জেনারেলের বক্তব্য, ‘আমরা প্রতি মুহূর্তের পরিস্থিতি নজরে রাখছি। আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রাখছি এবং বর্তমানে লিগ বন্ধ রাখার কোনও দেখছি না।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমরা বুঝতে পারছি কিছু কিছু দেশের পরিস্থিতি খুব মারাত্মক, কিন্তু বেলারুশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বুঝতে পোরেছি, এই মুহূর্তে আমাদের লিগ চালিয়ে নেওয়া যাবে।’

বেলারুশিয়ান প্রিমিয়ার লিগকে বলা হচ্ছে ‘পৃথিবীর সর্বশেষ লিগ’। এই বিশেষণে অবশ্য মোটেও ক্ষুব্ধ নন জারদেৎস্কি, ‘আমরা এই লেবেলের ব্যাপারে কিছু বলব না। তবে বেলারুশে এমন পরিস্থিতি তৈরি হয়নি যে প্রতিযোগিতা বাতিল করতে হবে।’ 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক