X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ১৭:৫১আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৮:০৭

নড়াইলে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করছেন মাশরাফি করোনাভাইরাসের কঠিন এই সময়ে বিভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছে মাশরাফি মুর্তজাকে। ক্রিকেটার পরিচয়ের বাইরে তিনি নড়াইল-২ আসরের সংসদ সদস্যও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি। এবার তার জন্মস্থান নড়াইলের মাানুষদের জন্য চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নিয়েছেন তিনি।

করোনাভাইরাসের কারণে অনেক হাসপাতাল ও চিকিৎসক সাধারণ রোগীদের চিকিৎসা দিচ্ছেন না। এছাড়া অনেক সাধারণ রোগীও হাসাপাতালে যেতে ভয় পাচ্ছেন। এসব কিছু বিবেচনা করেই মাশরাফি বাসায় বাসায় গিয়ে মেডিক্যাল স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছেন। প্রাথমিক অবস্থায় দুজন চিকিৎসক রবিবার থেকে নড়াইল জেলায় মেডিক্যাল স্বাস্থ্যসেবা দেবেন।

এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন মাশরাফি, ‘প্রিয় নড়াইলবাসী, আসসালামুআলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঘরে আছেন। একটি তথ্য নিয়ে এসেছি। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী রবিবার ভ্রাম্যমান চিকিৎসা চালু করছে। আমরা মনে করছি, খাদ্যদ্রব্য সরবরাহের পাশাপাশি ভ্রাম্যমান চিকিৎসাটাও জরুরি। কারণ করোনারোগে আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পায় এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন এবং ওইখানে (ভ্রাম্যমান টিমে) দুটি মোবাইল নম্বর থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমরা দুজন ডাক্তার দিয়ে শুরু করছি, নড়াইলের সন্তান ডা. দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মিণী ডা. স্বপ্না রানী সরকার।’

একইসঙ্গে আবারও সবাইকে সতর্ক থাকার আহ্বান মাশরাফির, ‘আপনারা সবাই ঘরে থাকবেন। ধৈর্য্য ধারণ করবেন, এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি উতরে যাব বলে আশা করছি। আবারও বলছি, আপনাদের (সাধারণ মানুষের) সহযোগিতা আমাদের একান্ত কাম্য। চিকিৎসা ব্যবস্থা যেটা চালু হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা চিকিৎসা নেবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করছি আপনাদের সহযোগিতা করবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আশা করি আমার নড়াইলবাসী উপকৃত হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা