X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

করোনাকালেও মাঠে জামাল ভূঁইয়া (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ২০:২৮আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৩০

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফ্রি-কিকে পারদর্শী জামাল ভূঁইয়া। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে সেটি বেশ ভালোভাবেই প্রমাণ করেছেন তিনি। এই তো বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র গোলের উৎস ছিল তার নেওয়া সেট পিস। শট আরও নিখুঁত করতে করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও মাঠে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন জামাল। অবশ্য সেটি সামাজিক দূরত্ব বজায় রেখেই।

করোনাভাইরাসে দেশের সব ফুটবল বন্ধ। বেশ কয়েকদিন ‘ঘরবন্দি’ থেকে জামাল ফিরে গেছেন ডেনমার্কে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সঙ্গে ফিটনেস ধরে রাখতে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের ফুটবল অধিনায়ক। জিম কিংবা রানিং আগেই করেছেন, এবার ফুটবলেও পা রাখলেন। শুটিং আরও ভালোভাবে করতে ডেনমার্কে বাড়ির পাশের মাঠে নেমে পড়েছেন এই মিডফিল্ডার।

দিনতিনেক আগে ফিটনেস ধরে রাখতে বাসায় স্ট্রেচিং ও ভারোত্তোলন করেছেন জামাল। বাইরে গিয়ে রানিং করতেও দেখা গেছে তার ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে। এবার বাড়ির কাছের মাঠে দূরপাল্লার শট নিয়ে বেশ কিছুক্ষণ অনুশীলন করেছেন তিনি। বক্সের বাইরে থেকে একের পর এক শট জালে জড়ানোর চেষ্টা করে গেছেন তিনি। কোনোটি লক্ষ্যে পৌঁছেছে, কোনোটি আবার ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে।

অনুশীলনের এই ভিডিও ফেসবুকে পোস্ট করে জামাল লিখেছেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে ব্যক্তিগত অনুশীলন চলছে।’

ডেনমার্কে গিয়েই এতটা অনুশীলনের সুযোগ পাচ্ছেন তিনি। ঢাকায় থাকতে বাসায় জিম ও ছবি এঁকে সময় কেটেছে তার। তাই সুযোগ মিলতেই ডেনমার্কে চলে গিয়েছেন জামাল। সেখানে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে একাকী অনুশীলন করে যাচ্ছেন।

ডেনমার্কে গিয়েই জামালকে শুনতে হয়েছে দুঃসংবাদ। ময়মনসিংহের নান্দাইলে তার দাদার বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা করেছে। গত বৃহস্পতিবারের এই ঘটনায় মামলাও হয়েছে। 

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক