X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লিগ ফুটবলে খেলবে না আরামবাগ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ২২:৪৭আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২২:৪৭

এবারের প্রিমিয়ার লিগ ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছে আরামবাগ প্রিমিয়ার লিগ ফুটবল অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কবে খেলা শুরু হবে, এ নিয়ে রয়েছে গভীর সংশয়। লিগ বন্ধ থাকাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্লাবগুলো। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশিদের বেতন দিতে হচ্ছে। এছাড়া বিদেশিদের থাকা-খাওয়া বাবদও অনেক অর্থ ব্যয় হচ্ছে। এই অবস্থায় আরামবাগ ক্রীড়া সংঘ আর কুলিয়ে উঠতে পারছে না।

তাই এই মৌসুমে আর লিগে খেলবে না- এমনটি জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে আরামবাগ।

ঢাকার ক্লাবগুলোর ‘শুদ্ধি’ অভিযানের কারণে এখনও আরামবাগ ক্লাব বন্ধ আছে। ক্লাবের নিজস্ব কোনও আয় নেই। বাইরে থেকে অর্থ সহায়তা নিয়ে কোনোমতে তারা লিগে খেলে যাচ্ছিল। তবে করোনাভাইরাসের কারণে এখন টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে তাদের।

ক্লাবটির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেছেন, ‘এমনিতে আমরা অনেক কষ্টে লিগে খেলে যাচ্ছিলাম। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের টিকে থাকাটাই বড় দায় হয়ে পড়েছে। নিদারুণ অর্থকষ্টে আছি আমরা। তাই বাফুফেকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, সামনে যদি লিগ শুরুও হয় তাহলে আমাদের পক্ষে খেলা সম্ভব না।’

স্থানীয় খেলোয়াড় ছাড়াও বিদেশিদের বেতন-ভাতা দিতেই হিমশিম খাচ্ছে ক্লাবটি। সেটা সামনে এনে আরামবাগের এই কর্মকর্তা বললেন, ‘বিদেশিদের মাসিক বেতন দিতে হচ্ছে। এছাড়া বাড়িভাড়ায় মাসে দেড় লাখ টাকা খরচ হয়। খাবারসহ অন্যান্য ব্যয় আছে। এখন যত তাড়াতাড়ি পারি তাদের বিদায় করে দিতে চাই। করোনা পরিস্থিতি একটু ভালো হলে সবাই যার যার দেশে ফিরে যেতে পারলে আমরা স্বস্তি পাবো।’

লিগ ফের শুরু নিয়ে ক্লাবগুলোর কাছে তাদের মতামত জানতে চেয়েছে বাফুফে। আরামবাগ ক্লাবের প্রতিনিধি বলেছেন, ‘আমাদের পক্ষে এই অবস্থায় লিগে খেলা সম্ভব না। বছরের শেষে যদি শুরুও হয় তাহলে হয়তো স্থানীয় খেলোয়াড়দের খেলার সম্ভাবনা থাকবে। তবে তা এখনই বলে দেওয়া কঠিন। সামনের দিকে কী হবে আমরা তো কেউ জানি না। লিগে না খেলার পেছনে আমরা একা নই, অনেক ক্লাবই আছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান