X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানি ক্রিকেটারদের অনলাইনে ফিটনেস পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২০, ২৩:০৫আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২৩:৩২

পাকিস্তানি ক্রিকেটারদের  অনলাইনে ফিটনেস পরীক্ষা করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে লকডাউন। কিন্তু এর মধ্যেও পাকিস্তানে ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি কাজ করে চলেছে। অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে। সেটি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। অবাক হওয়ার কিছু নেই, পরীক্ষাটা চলছে অনলাইনে।

পিসিবির এক বিবৃতিতে আজ সোমবার বলা হয়েছে হারিস সোহেল, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম ও শাদাব খানের ফিটনেস দেখা হয়েছে আজই। বাকি খেলোয়াড়দের ফিটনেস দেখা হবে আগামীকাল মঙ্গলবার। পিসিবি চুক্তিভুক্ত ঘরোয়া ক্রিকেটারদেরও ফিটনেস পরীক্ষা নিতে শুরু করেছে গত সপ্তাহ থেকে, আর সেখানেই পায়ের চোটে পড়েছেন শোয়েব মাকসুদ।

পাকিস্তান জাতীয় দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ ইয়াসির মালিকই অনলাইনে ফিটনেস পরীক্ষা নেওয়ার এই ধারনাটার উদ্ভাবক যা তিনি প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হকের সঙ্গে মিলেই তত্বাবধান করছেন। ‘ইন্টারনেট ও ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে ইয়াসির (মালিক) খেলোয়াড়দের সঙ্গে যুক্ত থেকে খেলোয়াড়দের আলাদাভাবে ফিটনেস পরীক্ষা তত্বাবধান করছেন।’- জানিয়েছেন পিসিবির এক কর্মকর্তা।

পাকিস্তানের পরবর্তী সূচি আগামী জুলাইয়ের শুরুতে। তাদের টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট খেলার কথা হল্যান্ড, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে গিয়ে। কিন্তু করোনাভাইরাস যেভাবে তার ভয়াল থাবা বাড়িয়েছে, তাতে সফর আদৌ হবে কি না ঘোর সংশয় আছে। পাকিস্তানের এই সফরের ভাগ্য নির্ধারণ করতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শেষ সময়সীমা নির্ধারণ করেছে ১৫ মে। তবুও প্রস্তুত থাকতে চাইছে পাকিস্তান।

যে পাকিস্তান দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে নিকট অতীতে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে, সেই তারাই একটা দৃষ্টান্ত গড়তে চলেছে। মিসবাহ-উল হক ইতিমধ্যে বলে দিয়েছেন, করোনাভাইরাস মহামারি কাটিয়ে উঠে আন্তর্জাতিক ক্রিকেট যখনই শুরু হোক না কেন, খেলোয়াড়দের সেরা ফিটনেসে দেখতে চান তিনি।

পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, পাকিস্তানের আগামী ইংল্যান্ড সফরটা যাতে সময়ের হেরফের করেও হতে পারে সেজন্য ইসিবিকে সম্ভাব্য সবরকম সহযোগিতা করতে রজি তার বোর্ড। এই সফর সেপ্টেম্বরের প্রথম দিকেই শেষ হওয়ার কথা। 

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!