X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলছেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২০, ১৩:১১আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৩:১৫

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলছেন সাকিব করোনাভাইরাস মোকাবিলায় কিছুদিন আগে নিজের প্রিয় ব্যাট নিলামে তোলার আগ্রহ প্রকাশ করেছিলেন মুশফিকুর রহিম। তার পদাঙ্ক অনুসরণ করেছেন নিষিদ্ধ থাকা সাকিব আল হাসানও। মুশফিকের মতো তিনিও নিজের প্রিয় ব্যাটটি নিলামে তোলার কথা বলেছেন।

করোনাভাইরাসে লকডাউনের কারণে বিপদের মাঝে আছেন নিম্নআয়ের মানুষেরা। তাদের সহায়তার জন্যই ক্রিকেটারদের এমন উদ্যোগ। মুশফিকুর রহিম যে ব্যাট দিয়ে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন। সেই ব্যাটই নিলামে তুলতে চেয়েছেন। আর গত বছর ইংল্যান্ডে যে ব্যাট হাতে সাকিব বিশ্বকাপ মাতিয়েছেন, সেই ব্যাটটিই ফেসবুক লাইভে এসে নিলামে তোলার কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

গত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান-ই। ব্যক্তিগত পারফরম্যান্সের আলোয় পুরো টুর্নামেন্টে ছিলেন উদ্ভাসিত। লিগ পর্বে বাংলাদেশ দলীয়ভাবে ব্যর্থ হলেও ধারাবাহিকতার অনন্য নজির ছিলেন তিনি। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে তুলেছিলেন ৬০৬ রান। এই সময়ে হাফসেঞ্চুরি ছিল ৫টি। এছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সেঞ্চুরিও ছিল। 

গতকাল ফেসবুক লাইভে সাকিব বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম, আমার একটি ব্যাট নিলামে তুলতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি, যে ব্যাটটি ২০১৯ বিশ্বকাপে ব্যবহার করেছি, সেই ব্যাটই নিলামে তুলবো। এটা আমার আমার প্রিয় একটি ব্যাট।’

ব্যাট হাতে সাফল্য তো ছিলই। বল হাতেও সফল ছিলেন সাকিব, টুর্নামেন্টে নিয়েছেন ১১ উইকেট। ব্যাট-বলে নৈপুণ্য দেখিয়ে তিনি অনন্য কীর্তিও গড়েছেন বিশ্বকাপে। সাকিব-ই একমাত্র খেলোয়াড় যিনি কোনও আসরে ৬০০ রানের পাশাপাশি ১০ উইকেট নিয়েছেন। স্মরণীয় এই বিশ্বকাপের কথা মনে করে সাকিব আরও বলেছেন, ‘ব্যাট ও বল হাতে দারুণ একটি বিশ্বকাপ গেছে আমার। ভালো কিছু পারফরম্যান্স ছিল, বিশেষ করে ব্যাট হাতে। আমি পুরো বিশ্বকাপে একটি ব্যাটই ব্যবহার করেছি। এমনকি টেপ ব্যবহার করেও।’

ক্রিকেট ভক্তদের সাকিব বলেছেন এই নিলামে অংশ নিতে। যেটি অনুষ্ঠিত হবে আজ বুধবার রাত ১০টায়। ফেসবুক পেজে এই নিলাম অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘অকশন ফর অ্যাকশন’। সাকিব বলেছেন, ‘‘নিলাম অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল। ফেসবুক পেজে ‘অকশন ফর অ্যাকশন’ এর মাধ্যমে। এর মাধ্যমে প্রাপ্ত অর্থ যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে।’’

করোনাকালে দুস্থদের সহায়তার জন্যই কাজ করছে সাকিবের এই ফাউন্ডেশন। যা এরই মধ্যে সাকিবের নিজ জেলা মাগুরা দিয়ে কাজ শুরু করেছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী