X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইরফান খানের মৃত্যুতে কোহলি-টেন্ডুলকারদের শোক

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২০, ২২:০৪আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২২:৩০

ইরফান খান (১৯৬৭-২০২০) ইরফান খান চাইলে ক্রিকেটারও হতে পারতেন। ক্রিকেটটা ভালোই খেলতেন। সি কে নাইডু ট্রফিতে খেলার সুযোগ পেয়েছিলেন একবার। কিন্তু জয়পুর থেকে আজমীরে গিয়ে খেলার জন্য টিকিটের টাকা জোগাড় করতে না পেরে টুর্নামেন্টে আর খেলাই হয়নি। জীবন থেকেই ক্রিকেটটা বাদ হয়ে গেল। সি কে নাইডু টুর্নামেন্টটা হলো অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট, প্রথম শ্রেণির ক্রিকেটের মাত্রই আগের ধাপ। কে জানে ইরফান ক্রিকেটে ক্যারিয়ার গড়লে ভারতের ক্রিকেটেরই লাভ হতো কি না! ক্রিকেট ছেড়ে আসায় চলচ্চিত্রেরই হয়তো লাভ হয়েছে। কিন্তু সিনেমাও তাকে বেশিদিন ধরে রাখতে পারলো না।

ক্যানসার আজ বুধবার কেড়ে নিয়ে গেল ৫৩ বছর বয়সী শক্তিমান অভিনেতাকে। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মঙ্গলবার। আর বুধবারই চিরবিদায় নিলেন। সিনেমাপ্রেমী সারাবিশ্বেরই আজ মন খারাপ। ভারতের ক্রীড়াঙ্গন কাঁদছে, বিশেষ করে ক্রিকেট সমাজ। ক্রিকেটাররা অনেকেই ইরফানের অকালমৃত ক্রিকেট ক্যারিয়ারের কথাটা জানেন, কিন্তু তারা শোকাচ্ছন্ন একজন প্রতিভাধর অকালপ্রয়াত অভিনয় শিল্পীর জন্য।

বলিউড-হলিউডে সমান নৈপুন্যে অভিনয় করে বিশ্বজুড়ে কত যে ভক্ত তৈরি করেছেন ইরফান খান! কে ভুলতে পারে স্লাম ডগ মিলিয়নিয়ার, লাইফ অব পি, পিকু, পান সিং টোমার,  মকবুল, হায়দার ছবিগুলোতে ইরফানের অভিনয়?

বিচিত্র সব চরিত্রে তার অসাধারণ অভিনয়ের কথাই বলছেন ভারতের বর্তমান ক্রিকেট দলের সদস্যরা। রূপালি পর্দায় ইরফান অভিনীত চরিত্রগুলো মনের পর্দায় ভাসছে, আর শোকে আচ্ছন্ন হচ্ছেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামিরা। কোহলি টুইট করেছেন, ‘ইরফান খানের মৃত্যুর খবর শুনে শোকাহত। কী অসাধারণ এক প্রতিভা এবং কী দুর্দান্তভাবেই না প্রত্যেকের হৃদয় ছুঁয়ে গেছেন বিচিত্র ক্ষমতায়। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন।’

টুইটার হ্যান্ডলে শামির শোকবার্তা, ‘ইরফান খানের মৃত্যুতে শোকাহত। পুরো পরিবারকে  জানাই সমবেদনা। অসাধারণ ক্ষমতাশালী এক অভিনেতা! অনন্তকাল আপনার কথা মনে থাকবে আমাদের। আরআইপি।’

ধাওয়ান টুইট করেছেন, ‘আরআইপি ইরফান খান জি। একজন অভিনেতা ও শিল্পী হিসেবে আপনার বিস্ময়কর অভিনয় আমাদের সবসময়ই পছন্দ ছিল। পরিবারেরে জন্য আন্তরিক শোক ও প্রার্থনা।’

বতর্মান ক্রিকেট তারকারা ছাড়াও শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফের মতো সাবেকে তারকারাও শোক প্রকাশ করেছেন।

শচীন টেন্ডুলকার টুইট করেছেন, ‘ইরফান খানের মৃত্যুর খবর শুনে বিষন্ন। আমার অন্যতম প্রিয় অভিনেতা এবং তার প্রায় সব ছবিই আমি দেখেছি, সর্বশেষ দেখলাম আংরেজি মিডিয়াম। কী অনায়াস অভিনয়, তিনি এক কথায় অনবদ্য। তার আত্মা শান্তি পাক। তার ভালোবাসার মানুষদের জন্য শোক ও সমবেদনা।’

২০১১ সালে ক্যান্সার জয় করে ফেরা যুবরাজের টুইট, ‘আমি কঠিন ওই পথটা চিনি, কষ্টটা জানি। আমি জানি তিনি শেষ পর্যন্ত লড়েছেন। কারও ভাগ্য যে ফিরে আসে, আবার কেউ ফিরতে পারে না। আমি নিশ্চিত, যেখানেই থাকুন আপনি ভালোই থাকবেন ইরফান খান। পরিবারকে আমার শোক ও সমবেদনা। তার আত্মা শান্তি পাক।’

গৌতম গম্ভীরের টুইট, ‘যেকোনও ভূমিকায় বা মাধ্যমে অনেক অভিনেতা আপনাকে নাড়িয়ে দেয় তার অভিনয় নৈপুন্যে। ইরফান খান ছিলেন তেমনই এক রত্ন। অতুলনীয়! খুব দ্রুতই চলে গেলেন তিনি। আরআইপি।’

 

   

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি