X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কোহলি-রুবেলের দ্বন্দ্বের শুরু যেভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২০, ১৩:০৫আপডেট : ০৯ মে ২০২০, ১৩:০৭

২০১৫ বিশ্বকাপে কোহলিকে আউট করে রুবেলের বুনো উল্লাস রুবেল হোসেন ও বিরাট কোহলির ব্যক্তিগত লড়াই স্পষ্ট ফুটে ওঠে মাঠে। বাংলাদেশ-ভারত ম্যাচে দুজনের শরীরী ভাষাটাই থাকে অন্যরকম। কবে থেকে, কিভাবে শুরু হয়েছিল এই লড়াই, জানালেন বাংলাদেশের ডানহাতি পেসার।

শুক্রবার রাতে তামিম ইকবালের সঙ্গে সামাজিক যোগযোগ মাধ্যমের লাইভে রুবেল ও তাসকিন আহমেদের কথোপকথনে উঠে আসে নানা প্রসঙ্গ। সেখানেই রুবেলের কাছে তামিম জানতে চেয়েছিলেন, কোহলির সঙ্গে তার দ্বৈরথের শুরুটা হলো কিভাবে? তামিমের প্রশ্ন ছিল, ‘রুবেল, তোর সঙ্গে আমি সবসময় দেখি যে বিরাট কোহলির কিছু না কিছু লেগে থাকে। অনেকদিন ধরে দেখছি এই বিষয়টা। যেমন, তুই ওর সঙ্গে চোখাচোখি করিস। আউট করলে আবার লাফিয়ে উল্লাস করিস। আসলে তোদের মধ্যে কাহিনি কী? এই ইতিহাস যদি আমাদের সবাইকে একটু জানাস?’

২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে গিয়েই কোহলির সঙ্গে দ্বন্দ্ব শুরু রুবেলের। রুবেল বললেন, ‘আসলে বিরাট কোহলির সঙ্গে আমার অনূর্ধ্ব-১৯ থেকে সমস্যা। আমরা কিন্তু একসঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (২০০৮) খেলছি। সেই তখন থেকে ওর সঙ্গে আমার দ্বন্দ্ব লেগে আছে। অনূর্ধ্ব-১৯-এ থাকাকালীন কোহলি অনেক বেশি স্লেজিং করতো। হয়তোবা জাতীয় দলে এই বিষয়টা একটু কমছে। তবে তখন প্রচুর পরিমাণে স্লেজিং করতো।’

রুবেল আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার মাঠে ভারতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের একটা ম্যাচ খেলছিলাম। শুরু থেকে প্রচুর স্লেজিং করছিল কোহলি। আসলে আমাদের ব্যাটসম্যানদের উল্টাপাল্টা কথা বলছিল। সে কী ধরনের গালিগালাজ করতে পারে, এটা আমরা সবাই জানি। আমিও তাকে সে ম্যাচে আউট করে স্লেজিংয়ের সময় হালকা গালি দিয়েছিলাম। তখন সে ব্যাটটা উল্টা করে আমার দিকে এগিয়ে আসছিল আর আমাকে গালি দিচ্ছিল। আমিও তার দিকে তেড়ে যাচ্ছিলাম। যদিও আম্পায়ার এসে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমাদের সরিয়ে দিয়েছিলেন। আসলে তখন থেকে তার সঙ্গে আমার একটা দ্বন্দ্ব শুরু হয়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!