X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভুয়া দর হাঁকানোয় মুশফিকের ব্যাটের নিলাম বন্ধ, ফের চালু রাত ৮টায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ২০:১৫আপডেট : ১২ মে ২০২০, ২০:২১

নিলামে উঠেছে মুশফিকের এই ব্যাট করোনাভাইরানের কারণে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মুশফিকুর রহিম তার ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে উঠিয়েছেন। চার দিনের নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার কথা আজ (মঙ্গলবার) রাতে। কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও প্রত্যাশামতো দাম পাওয়া যায়নি মুশফিকের ব্যাটের। অনলাইনে আকাশছোঁয়া দাম উঠলেও বেশিরভাগ ব্যক্তিরাই বিড করছেন ‘ভুয়া আইডি’ ব্যবহার করে। যে কারণে কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল নিলাম কার্যক্রম।

গত শনিবার রাত থেকে শুরু হওয়া এই নিলামে মুশফিকের ব্যাটের দাম উঠেছে ৪০ লাখ টাকার ওপরে। তবে অধিকাংশই ভুয়া দর হাঁকাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে আয়োজকরা এই দরকে কাউন্ট করছেন না। তাই নিলাম সুষ্ঠুভাবে চালাতে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল কার্যক্রম। অনলাইন নিলামের আয়োজক নিপকো স্পোর্টস ম্যানেজমেন্টের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আজ রাত ৮টা থেকে আবার শুরু হয়েছে নিলাম।

অনলাইনভিত্তিক বাণিজ্যিক ওয়েবসাইট পিকাবোতে মুশফিকের ব্যাটসহ অন্য স্মারকগুলোও নিলামে তোলা হয়েছে। পিকাবোর প্রধান নির্বাহী মরিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নিলামে অংশ নেওয়া বেশিরভাগ ব্যক্তিই ভুয়া। ফলে আমাদের তথ্য যাচাই-বাছাই করতে বেগ পেতে হচ্ছে। যে যার ইচ্ছা মতো দর হাঁকিয়েই উধাও হয়ে যাচ্ছে। তাদের অনেকের সঙ্গে যোগাযোগ করলেও তারা নিলামের অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানাচ্ছে। ফলে নিলাম প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের অনেক তথ্য যাচাই-বাছাই করার কারণে সময়টা বেশি লাগছে। যেহেতু বড় বড় ডাকগুলো আমরা নিশ্চিত হতে পারিনি, সুতরাং বলা যাবে না ৪০ লাখ, ৫০ লাখ হাঁকানো হয়েছে মুশফিকের ব্যাট।’

নিলামে অংশগ্রহণকারীদের আচরণে হতাশ দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা, ‘নিলামের অর্থ মহৎ একটি কাজে ব্যয় হবে। কিন্তু মানুষজন এটা নিয়ে ঠাট্টা করছে। সিরিয়াস ইস্যুটা মানুষজন বুঝতেই পারছে না।’ তিনি আরও বলেছেন, ‘যারা দর হাঁকছে, তাদের কাছে আমরা জামানত চাচ্ছি। জামানত চাইতে গেলে তারা পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেয়। আজকে একজন ৪০ লাখ টাকা দর হেঁকেছিল, তাকেও আমরা বাদ দিয়েছি। আশা করি সব বাধা কাটিয়ে আমরা মুশফিকসহ অনান্যদের স্মারকের ভালো মূল্য পাবো।’

মুশফিক ছাড়াও যুব বিশ্বজয়ী দলের অধিনায়ক আকবর আলীর জার্সি-গ্লাভস, আয়ারল্যান্ডে গত বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলা মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট, ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলা মোহাম্মদ নাঈমের ব্যাট এবং ক্রিকেট স্মারক সংগ্রহকারী জসিম উদ্দিনের বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের ছবি ও আটোগ্রাফ সম্বলিত স্মারকও আছে এই তালিকাতে।

মাশরাফির ক্যাপের ভিত্তি মূল্য ১ লাখ টাকা থাকলেও দাম উঠেছে দেড় লাখের মতো। যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভসের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। দাম উঠেছে দেড় লাখ টাকার মতো। আয়োজকদের আশা, ভুয়া দর হাঁকানো ব্যাক্তিদের যাচাই-বাচাই প্রক্রিয়া শেষে ভালো একটি দামে স্মারকগুলো বিক্রি করতে পারবেন তারা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি