X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মেসিই বলছেন, এভাবে খেললে চ্যাম্পিয়নস লিগ জিতবে না বার্সা

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২০, ১৩:১৩আপডেট : ১৫ মে ২০২০, ১৩:১৫

মেসিই বলছেন, এভাবে খেললে চ্যাম্পিয়নস লিগ জিতবে না বার্সা আন্দ্রেস ইনিয়েস্তাকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তার ক্যারিয়ারে কোনও আক্ষেপ আছে কিনা। উত্তরে স্প্যানিশ মিডফিল্ডার বলেছিলেন, ‘আরও দুটো চ্যাম্পিয়নস লিগ জেতা উচিত ছিল।’ দম্ভ দেখিয়ে নয়, আসলে বার্সেলোনায় যে স্কোয়াডের সঙ্গে খেলেছেন, তাতে চ্যাম্পিয়নস লিগের প্রত্যেক মৌসুমেই ফেভারিট ছিল কাতালানরা। তিনি ন্যু ক্যাম্প ছাড়ালেও লিওনেল মেসি এখনও আছেন। মোটা অঙ্কের অর্থ খরচ করে স্কোয়াড করা হয়েছে আরও শক্তিশালী। কিন্তু পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। এতটাই যে মেসি নিজেই আশা হারিয়ে ফেলছেন!

২০১৫ সালে শেষবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে বার্সেলোনা। মাঝে চার বছরে মাত্র একবার সেমিফাইনালে উঠেছে কাতালান ক্লাবটি। প্রতিবারের মতো এবারও তাদের ফেভারিট ধরা হচ্ছে, কিন্তু পারফরম্যান্স সে কথা বলছে না। অধিনায়ক মেসিই সন্তুষ্ট নন দলের খেলায়। বার্সেলোনাভিত্তিক ক্রীড়া দৈনিক স্পোর্তে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, করোনাভাইরাসে খেলা বন্ধ হওয়ার আগে বার্সেলোনা যেভাবে খেলেছে, তাতে চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব নয়।  

চ্যাম্পিয়নস লিগ স্থগিত হওয়ার আগে শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছিল বার্সা। ঘরের মাঠের লেগের প্রস্তুতির মাঝেই পড়ে করোনায় থাবা। বন্ধ হয়ে যাওয়া ইউরোপিয়ান ক্লাব ‍ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা আগস্টে শুরু হতে পারে। অবশ্য কাতালানরা এরই মধ্যে আবার অনুশীলনে ফিরেছে, নতুন করে শুরুর প্রস্তুতি নিচ্ছে তারা।

কোচ কিকে সেতিয়েন কিন্তু দলের পারফরম্যান্সে সন্তুষ্ট এবং চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নও দেখছেন তিনি। মেসি অবশ্য কোচের সঙ্গে একমত নন। স্কোয়াডের ওপর তার আস্থা আছে, কিন্তু পারফরম্যান্সটাই ভাবাচ্ছে তাকে। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর বক্তব্য, ‘আমাদের দলের ওপর আমার কোনও সন্দেহ নেই। এই বিষয়েও সন্দেহ নেই যে, বাকি থাকা সব প্রতিযোগিতাই আমাদের জেতা সম্ভব। তবে সেটা কখনোই আমরা যেভাবে খেলছি সেভাবে হবে না।’

কিন্তু সেতিয়েন যে বলেছেন, তার দল দারুণ খেলছে? টানা চ্যাম্পিয়নস লিগ খেলার অভিজ্ঞতা থেকে মেসির উত্তর, ‘প্রত্যেকের তার নিজস্ব মতামত আছে। সৌভাগ্যক্রমে আমি প্রত্যেক বছর চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পেয়েছি এবং আমি খুব ভালো করেই জানি, আমরা যেভাবে খেলছি, তাতে শিরোপা জেতা সম্ভব নয়। হয়তো সেতিয়েন ভুল বুঝেছেন।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা