X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুশফিককে সত্যিকারের নায়ক বললেন আফ্রিদি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২০, ২২:৪৯আপডেট : ১৬ মে ২০২০, ০০:৫৩

শহীদ আফ্রিদি

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। বিশ্বের সব খেলা বন্ধ হয়ে আছে। সুসময়ের অপেক্ষায় গৃহবন্দি হয়ে আছে মানুষ। ঘরে থাকলেও অনেক ক্রীড়াবিদই অসহায় মানুষদের পাশে নানাভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিশ্বের অনেক ক্রীড়াবিদই তাদের খেলার প্রিয় সরঞ্জাম নিলামে তুলেছেন করোনাদুর্গত মানুষদের সহায়তা করার জন্য। বাংলাদেশের ক্রিকেটাররা, যেমন- সাকিব, মুশফিক, আকবর, মাশরাফি, সৌম্য, তাসকিন, নাঈম শেখ তাদের প্রিয় জিনিসগুলো উৎসর্গ করেছেন করোনাদুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে।

নিলামে তোলা মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকায় কিনে নিয়েছেন। দারুণ স্মৃতিময় এই ব্যাটটি নিলামে তোলায় মুশফিককে সত্যিকারের নায়ক বলেছেন আফ্রিদি। গত শনিবার নিলাম প্রক্রিয়া শুরু হলেও শেষ হয়েছে বৃহস্পতিবার রাতে। শুক্রবার রাতে ফেসবুকে মুশফিক নিজেই বিজয়ী হিসেবে আফ্রিদির নাম ঘোষণা করেছেন। এর কিছুক্ষণ পরই এক ভিডিও বার্তায় মুশফিককে প্রশংসায় ভাসান আফ্রিদি। সেই ভিডিওটি মুশফিক নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।

ভিডিও বার্তায় আফ্রিদি বলেছেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়কেরাই এ কাজ করতে পারে।’ আফ্রিদির বিশ্বাস, সবাই মিলে চেষ্টা করে এই খারাপ সময়টা পার করা সম্ভব হবে, ‘আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরি, যাতে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। অতীতে বাংলাদেশে আমি যত ভালোবাসা ও সম্মান পেয়েছি তা সারা জীবন মনে রাখবো। পাকিস্তানের জনগণ ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনার ব্যাটটা কিনে আপনার সঙ্গী হতে চাই এই পথচলায়। আপনার জন্য আমার প্রার্থনা সবসময় থাকবে, আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই মহামারি পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সঙ্গে আবারও মাঠে আমার দেখা হবে তাড়াতাড়ি। ধন্যবাদ।’

 

/আরআই/পিকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া