X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

তামিমের লাইভ শোতে আসছেন ওয়াসিম আকরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ১১:০০আপডেট : ১৯ মে ২০২০, ১১:১১

ওয়াসিম আকরাম। করোনাকালীন সময়টাতে ভক্তদের বিনোদন দিতেই লাইভ আড্ডার আয়োজন করেছেন তামিম ইকবাল। প্রতিদিনই দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা ফেসবুকের এই আড্ডায় অংশ নিচ্ছেন। সোমবার তামিম ইকবারের লাইভ আড্ডার সবচেয়ে বড় চমক ছিলেন বিরাট কোহলি। মঙ্গলবারও থাকছে চমক। দেখা যাবে পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরামকে।

অবশ্য ওয়াসিমের উপস্থিতিটা হবে তুলনামূলক স্বল্পকালীন। মঙ্গলবার তামিমের মূল অতিথিরা হলেন- বাংলাদেশের তিন সাবেক ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন ও খালেদ মাসুদ পাইলট। রাত সাড়ে দশটায় এই লাইভ আড্ডা শুরু হবে।

সোমবার বিরাট কোহলির সঙ্গে আড্ডাটি ছিল সংক্ষিপ্ত। তবে মঙ্গলবারের আড্ডা নিয়ে তামিম শেষ দিকে বলেছেন, ‘পরের পর্ব আমরা আরও বড় করার চেষ্টা করবো।’ তার পরেই চমকটা ঘোষণা করেন তিনি, ‘মঙ্গলবার আপনাদের জন্য ছোট সারপ্রাইজ থাকবে। তবে এটি ছোট নয়, বলতে গেলে বড়। আমাদের সঙ্গে থাকবেন খালেদ মাসুদ, মিনহাজুল আবেদীন ও আকরাম খান। আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম।’

আকরামকে আনার ব্যাখ্যায় তামিম জানিয়েছেন, ‘অনেক স্থানীয় কোচ বলেছিলেন, আমি যদি ওয়াসিম আকরামের সঙ্গে কথা বলতে পারি, তাহলে তারা বোলিংয়ের কিছু টিপস সম্পর্কে জানতে পারবে।’

এই লাইভ আড্ডাটি তামিম শুরুটা করেছিলেন মুশফিকুর রহিমের সঙ্গে ইন্সটাগ্রাম লাইভ দিয়ে। এরপর একে একে মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নাসির হোসেনের পর সাবেক তিন অধিনায়ক- নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজনদের নিয়ে ফেসবুকে লাইভ করেছেন।

গত শনিবার তামিমের সঙ্গে লাইভ আড্ডায় এসেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ব্যাটসম্যান লিটন দাস, সৌম্য সরকার ও স্পিনার তাইজুল ইসলাম। সোমবারের আগে দুই বিদেশি ক্রিকেটার ফাফ ডু প্লেসি ও রোহিত শর্মাও এসেছিলেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন