X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সেই মোরাত্তিই এখন বলছেন, বার্সা ছাড়বেন না মেসি

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২০, ১৮:১১আপডেট : ১৯ মে ২০২০, ১৮:১৭

সেই মোরাত্তিই এখন বলছেন, বার্সা ছাড়বেন না মেসি মাসখানেক আগে তিনিই ঝড়টা তুলেছিলেন ফুটবল দুনিয়ায়। হঠাৎই বলে বসেন মেসিকে ইন্টার মিলানে দেখা কোনও ‘অবাস্তব স্বপ্ন’ নয়। সেই মাসিমো মোরাত্তিই এবার সুর পাল্টালেন। সাবেক ইন্টার সভাপতি এখন বলছেন, মেসি কখনও বার্সেলোনা ছাড়বেন না।

ইন্টারের সঙ্গে মেসির নাম জড়িয়েছে অনেকবার। ইতালিয়ান ক্লাবটি বরাবরই আগ্রহ দেখিয়েছে আর্জেন্টাইন অধিনায়াকের প্রতি। তবে সবশেষ মোরাত্তির মন্তব্যের পর থেকে মেসির ইন্টার যাত্রার গুঞ্জন আরও ডালপালা মেলে। দুয়ে দুয়ে চার মেলানো হয় মেসির বার্সেলোনার চুক্তি ও বর্তমান বোর্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি টেনে এনে।

২০২১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে মেসির চুক্তি। তবে চুক্তির এক ধারায় উল্লেখ করা আছে, চাইলে এবারের মৌসুম শেষেই ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ন্যু ক্যাম্প ছাড়তে পারবেন, সেক্ষেত্রে কাতালান ক্লাবটির কোনও কিছু করার থাকবে না। অন্যদিকে ‍বিভিন্ন ইস্যুতে বর্তমান বোর্ড ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করতে দেখা গেছে মেসিকে। তাই মোরাত্তির মন্তব্যের পর তার ইন্টারে যাওয়ার গুঞ্জনের পালে হাওয়া লাগে জোরেশোরে।

সেই মোরাত্তিই এখন বলছেন অন্য কথা। ইতালিয়ান রেডিও রাই গর পার্লামেন্তোকে সাবেক ইন্টার সভাপতি বলেছেন, ‘প্রত্যেকেরই স্বপ্ন মেসি। তবে সে বার্সেলোনা ছাড়বে না। সে এখনও সেখানকার (বার্সেলোনা) সেরা খেলোয়াড়।’

এবারের মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন মেসি। ৩১ ম্যাচে করেছেন ২৪ গোল করে লা লিগায় কাতালানদের বসিয়েছেন শীর্ষে। করোনাভাইরাসের কারণে লিগ বন্ধ হয়ে যাওয়ার আগপর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে আছে তারা।

স্প্যানিশ চ্যাম্পিয়নরা স্কোয়াডের শক্তি বাড়াতে ইন্টার থেকে নিয়ে আসতে চাইছে লাউতারো মার্তিনেজকে। ইউরোপিয়ান মিডিয়ার খবর, ইন্টারের সঙ্গে বার্সেলোনার আলোচনা অনেকদূর এগিয়েছে। শেষ পর্যন্ত সত্যি যদি আর্জেন্টাইন স্ট্রাইকার আসেন ন্যু ক্যাম্পে, তাহলে জাতীয় দল সতীর্থ মেসির সঙ্গে আক্রমণভাগে জুটি গড়বেন তিনি।

লাউতারোর ন্যু ক্যাম্পে যোগ দেওয়াটা অসম্ভব মনে হচ্ছে না মোরাত্তির কাছে, ‘সবকিছু নির্ভর করছে তার (লাউতারো) ওপর। পত্রিকায় পড়লাম, বার্সেলোনা তার জন্য বড় প্রস্তাব দিয়েছে, যেটাতে আসলে না করাটা কঠিন।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী