X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

১ জুন অনুশীলনে ফিরতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২০, ১৫:৪২আপডেট : ২১ মে ২০২০, ১৫:৫৫

অনুশীলনে ফেরার লক্ষ্য স্থির করেছে শ্রীলঙ্কা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। সংক্রমণের সংখ্যাও বাড়ছে না। শ্রীলঙ্কা তাই অনুশীলনে ফেরার সম্ভাব্য তারিখ স্থির করে ফেলেছে। ১ জুন থেকে মাঠে ফিরতে চায় তারা, যদিও সবকিছু নির্ভর করছে দেশটির সরকারের ‘সবুজ সংকেত’-এর ওপর।

যত দ্রুত সম্ভব ক্রিকেটে ফিরতে চায় শ্রীলঙ্কা। এজন্য দেশটির ক্রিকেট বোর্ড বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ নির্ধারিত সূচিতেই আয়োজনে আগ্রহী। দিনকয়েক আগে তেমনটাই জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। মূলত করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় তারা সিরিজ আয়োজনের সাহস দেখাচ্ছে। যদিও সেটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। শেষ পর্যন্ত সামনের সিরিজ দুটি নিয়ে যাইহোক, অনুশীলনে ফিরতে যাচ্ছে তারা শিগগিরই।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে তেমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার। তিনি জানিয়েছেন, গত সপ্তাহে দুই অধিনায়ক দিমুথ করুণারত্নে (টেস্ট ও ওয়ানডে) ও লাসিথ মালিঙ্গার (টি-টোয়েন্টি) সঙ্গে সামনাসামনি আলোচনা করেছেন। সেখানে আরও উপস্থিত ছিলেন সহকারী কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। সেখানেই অনুশীলনে ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে তাদের।

এ ব্যাপারে আর্থার বলেছেন, ‘গত সপ্তাহে আমরা ছোট্ট একটা বৈঠক করেছি (ক্রিকেটে ফেরার ব্যাপারে)। সেখানে আমরা ১ জুন থেকে অনুশীলনে ফেরার লক্ষ্য রেখেছি। (শ্রীলঙ্কা) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একবার অনুমতি পেলেই আমরা মাঠে নামতে পারব। শুরুতে অবশ্য ছোট গ্রুপে হবে অনুশীলন।’

শুরুতে অনুশীলনের ধরন কী হবে, সেটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে। আর্থার বললেন, ‘আমরা অনুশীলনে শুরুটা করব পেসার দিয়ে। কারণ তাদেরই নিজেদের সেরা জায়গায় আসতে সবচেয়ে বেশি সময় লাগবে।’ শুরুতে অল্প পরিসরে অনুশীলন হলেও কিছুদিন পরই সবাইকে নিয়ে কাজ করা সম্ভব বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকান কোচ, ‘আশা করছি জুনের প্রথম ২০ দিন পর আমরা আমাদের পুরো স্কোয়াডকে অনুশীলনে ফেরাতে পারব।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি