X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় আম্পান নিয়ে বিচলিত ছিলেন উইলিয়ামসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ১৯:১৫আপডেট : ২১ মে ২০২০, ২০:৫৯

কেন উইলিয়ামসন তামিম ইকবালের সাড়া জাগানো ফেসবুক লাইভ আড্ডায় আজ এসেছিলেন বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। তামিমের সঙ্গে কথোপকথনে সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্পান সর্ম্পকে জানতে চান কিউই অধিনায়ক।

করোনাভাইরাসের সংক্রমণে এমনিতেই বিপর্যস্ত বাংলাদেশ ও ভারতের মানুষজন। এর মধ্যে দুইদিন ধরে সুপার সাইক্লোন 'আম্পান' তাণ্ডব চালিয়েছে প্রতিবেশী দুটি দেশে। তামিমের মাধ্যমে এ ব্যাপারে খোঁজখবর নিয়েছেন উইলিয়ামসন। তিনি বলেছেন, ‘করোনা নিয়ে সবাই আতঙ্কগ্রস্ত। আশা করি বাংলাদেশের মানুষ করোনা থেকে নিজেদের এড়িয়ে চলতে পেরেছে। এ ছাড়া শুনলাম তোমাদের ওখানে সাইক্লোন আম্পান আঘাত হেনেছে। আশা করি সবাই সুস্থ আছে।’

উইলিয়াসনের কাছ থেকে এমন প্রশ্ন শুনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তাৎক্ষণিক জানিয়ে দেন, ‘ভারতের কলকাতায় যতটা আঘাত এনেছে, আম্পানের আঘাত বাংলাদেশে ততটা নয়।’ কিউই ক্রিকেট অধিনায়ক শুধু যে আম্পান বিষয়ে জানতে চেয়েছেন তা নয়। করোনা-সংকটও উঠে এসেছে তার কথায়। এবং বোঝা গেল বাংলাদেশের ভালোই একজন শুভাকাঙ্ক্ষী তিনি। করোনায় বাংলাদেশের মানুষের অবস্থা জানতে চান। তামিম তাকে বলেন, ‘আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি। তারা বেশিরভাগই দিনে এনে দিনে খাওয়া মানুষ। দীর্ঘ লকডাউনের কারণে অর্থনৈতিক সমস্যা বাড়তে পারে।’

করোনা ও আম্পানের পাশাপাশি গত বছর নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলা নিয়ে কথা হয় তামিম ও উইলিয়ামসনের মধ্যে। গত বছরের মার্চে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সময়ের ঘটনা। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে ৫১ জনকে হত্যা করে অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারান্ট। ওই হত্যাযজ্ঞের একেবারেই কাছাকাছি দাঁড়িয়ে ছিল তামিমদের বাংলাদেশ দল। ঘটনাটি আরেকটু পরে ঘটলে কে বলতে পারে, মসজিদে নামাজ পড়তে যাওয়া বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার শহীদ হতেন না!

ওই ঘটনায় আতঙ্কিত বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফর অসমাপ্ত রেখেই ফিরে আসে দেশে। এ প্রসঙ্গে আড্ডায় উইলিয়ামসনের উদ্দেশে তামিম বলতে থাকেন, ‘২০১৯ সালে ক্রাইস্টচার্চে ঘটনার পর নিউজিল্যান্ডের সবাই যেভাবে আমাদের দেখাশুনা করেছে, আমাদের খবর নিয়েছে, সেসব আজীবন মনে থাকবে। তোমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আমাদের পাশে ছিলেন। সবকিছুর জন্য বাংলাদেশ দলের পক্ষ থেকে আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

তামিমের সব কথা মনোযোগ দিয়ে শুনছিলেন উইলিয়ামসন। কালবিলম্ব না করে তামিমকে ধন্যবাদও জানিয়েছেন এমন প্রশংসার জন্য, ‘ওই ঘটনা আমাদের গোটা দেশকে গভীরভাবে নাড়িয়ে দিয়ে গেছে। তোমরা ও যারা ওই ঘটনার কাছাকাছি দিলে, তাদের নিশ্চিতভাবে বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।’ 

/রবি/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন