X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অনলাইন সভায় সার্বিক পরিস্থিতি তুলে ধরলেন কোচ-ফুটবলাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ১৯:৩১আপডেট : ২১ মে ২০২০, ১৯:৩৭

ভিডিও কনফারেন্সে জামাল ভূঁইয়া। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে ভিডিও কনফারেন্সে সভা করেছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। সেখানে আলোচনা হয়েছে জাতীয় দলের ক্যাম্প, ফিটনেস ও খেলোয়াড়দের আর্থিক পরিস্থিতি নিয়ে। বৃহস্পতিবারের সভায় আলোচনায় অংশ নিয়েছিলেন টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও। ছিলেন ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল, ম্যানেজার সত্যজিত দাশ রুপু, কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়াসহ আরও অনেকে।

সভায় খেলোয়াড়দের সার্বিক পরিস্থিতি নিয়ে জেমি ডে বলেছেন, ‘খেলোয়ড়েরা আপাতত ভালো অবস্থায় আছে। তবে এই সময়ে তাদের আরও ইতিবাচক থাকতে হবে। তাদের মানসিক ও শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেলো। সামনে জাতীয় দলের যে পরিকল্পনা আছে সে অনুযায়ী আমাদের এখন এগিয়ে যেতে হবে। অবস্থার উন্নতি হলে তখন ফিটনেসসহ অন্য বিষয় নিয়ে কাজ করা যাবে।’

অপর দিকে জাতীয় দলের ক্যাম্প শুরুর অপেক্ষায় আছেন জামাল ভূঁইয়া, ‘এটা সবার জন্য গুরুত্বপূর্ণ যে ফিট থাকতে হবে। আমি যতদূর জানি সবাই নিয়মিত অনুশীলনের মধ্যে আছে। আমি নিজেও অনুশীলন করে থাকি। আমি আশা করছি সামনের দিকে আমরা ট্রেনিং ক্যাম্প করতে পারবো। অন্যদের সামনে আমরা উদাহরণ তৈরি করতে চাই।’

তবে স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনের কাছে মাঠের অনুশীলনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ‘কোচ যেভাবে বলছে সেভাবেই অনুশীলন করে থাকি। তবে সব নির্দেশনা অনুযায়ী অনেক সময় করা হয় না। বাসায় অনুশীলন করে পুরো ফিটনেস আনা সম্ভব নয়। মাঠের অনুশীলনের কোনও বিকল্প নেই।’

জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা অবশ্য লিগ বাতিল হওয়াতে খেলোয়াড়দের আর্থিক বিষয়টি সবার সামনে তুলে আনলেন, ‘লিগ বাতিল হওয়াতে অনেক খেলোয়াড়ই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সামনের দিকে কী হবে, আমরা জানি না। তবে আমরা আশাবাদী ভালো কিছু সমাধান হবে।’

সবাইকে নিয়ে বাফুফের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডিফেন্ডার রায়াহান হাসান। তবে আশরাফুল ইসলামের মতো তিনিও আর্থিক বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন সভায়, ‘এটা অনেক ভালো উদ্যোগ বলতেই হবে। আমরা সবাই অনেক দিন পর একত্রিত হতে পেরেছি। আসলে লিগ পরিত্যক্ত হওয়াতে খেলোয়াড়েরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা করছি ফেডারেশন থেকে এই বিষয়ে ভালো সিদ্ধান্ত আসবে। ক্লাব কিংবা খেলোয়াড় কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সবার স্বার্থ দেখতে হবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি