X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জামালের চাওয়ার তালিকার শীর্ষে সাফ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২০, ১৮:৩৯আপডেট : ২২ মে ২০২০, ১৮:৫১

বাফুফের ফেসবুক আড্ডায় জামাল (ডানে) দুই বছর ধরে জাতীয় দলের অধিনায়কত্ব করে আসছেন জামাল ভূঁইয়া। তার অধীনে বাংলাদেশ অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ডেনমার্কের বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার এখন বাংলাদেশের ফুটবলের ‘পোস্টার বয়’। অথচ জামাল কখনও ভাবতেই পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক হবেন! সেই জামাল এখন জাতীয় দলের অধিনায়ক এবং এটি তার কাছে দারুণ গর্বের এক অনুভব।

শুক্রবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ফেসবুক লাইভ আড্ডায় জামাল নিজেই বলেছেন, ‘যখন আমি যুব ফুটবলে কোপেনহেগেন এফসিতে (ডেনমার্কের ক্লাব) খেলি, তখন থেকেই স্বপ্ন ছিল বাংলাদেশ জাতীয় দলে একসময় খেলবো। কিন্তু কখনও অধিনায়ক হতে পারবো তা চিন্তা করিনি।’

ব্যাপারটি মোটেই এমন নয় যে জামাল ভূঁইয়া খুব সহজেই বাংলাদেশ দলে ঢুকে গেছেন। কম পরিশ্রম করতে হয়নি তাকে। প্রথম বছর ঢাকায় এসে জাতীয় দলের জন্য মনোনীত হতে পারেননি। ব্রাদার্স ইউনিয়নের মাঠে অনুশীলনেই হাঁপিয়ে উঠেছিলেন এই মিডফিল্ডার। পরের বছর প্রস্তুতি নিয়ে ট্রায়ালে অংশ নেন। আর তাতেই ভাগ্য খুলে যায়। ২০১৩ সালে সেই যে নেপালের বিপক্ষে ম্যাচে অভিষেক হয়েছে তার, এখনও দোর্দণ্ড প্রতাপে খেলে যাচ্ছেন। প্রথম ম্যাচের স্মৃতি এখনও জ্বলজ্বলে তার কাছে, ‘মাঠে যখন জাতীয় সংগীত বাজছিল, তখন তা শুনে শিহরিত হয়েছিলাম। সেই মুহুর্তটা আসলেই ভোলার নয়। সেই মুহূর্তটাই আমার কাছে সবচেয়ে সুখকর মুহুর্ত।’ জামাল এখন বাংলাদেশের অধিনায়ক হিসেবে নিজেকে গর্বিত মনে করেন, ‘এখন আমি বাংলাদেশের অধিনায়ক। ১৬ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে থাকি। এতে আমি গর্ববোধ করি। আমার লক্ষ্য, বাংলাদেশকে সাফ শিরোপা পাইয়ে দেওয়া। বিশ্বকাপ বাছাই পর্বে কিছু পয়েন্ট এনে দেওয়া। আর দলকে র‌্যাঙ্কিংয়ে আরও ওপরের দিকে নেওয়া।’

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী