X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খেলোয়াড় বদলির নতুন নিয়মে বার্সেলোনার ক্ষতি!

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২০, ১৫:৪৫আপডেট : ৩০ মে ২০২০, ১৬:০১

বার্সেলোনার অনুশীলন ঘোষণা এসেছে লা লিগা মাঠে ফেরার। ১১ জুন থেকে আবার স্প্যানিশ ফুটবলে মাতবে বিশ্ব। করোনাভাইরাস পরবর্তী লা লিগায় খেলোয়াড় বদলের নিয়মে পরিবর্তন আসছে। খেলোয়াড়দের চোটের ঝুঁকি কমাতে প্রত্যেক দল এক ম্যাচে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে। নতুন এই নিয়মে বার্সেলোনার ‘ক্ষতি’ দেখছেন দলটির কোচ কিকে সেতিয়েন।

বাড়তি খেলোয়াড় বদলের সুযোগে খুশির হওয়ার কথা বার্সা কোচের। তার বেঞ্চও সমৃদ্ধ দারুণ কিছু খেলোয়াড়ে। এরপরও তিনি দলের খারাপ দিকই দেখতে পাচ্ছেন নতুন নিয়মে। আর এটার কারণ হলো নিজেদের শক্তি বাড়ায় পাশাপাশি প্রতিপক্ষের শক্তিও বেড়ে যাচ্ছে। প্রতিপক্ষের খেলোয়াড়রা শেষ দিকে যখন হাঁপিয়ে যায়, ঠিক তখনই কোপ মারে বার্সেলোনা। কিন্তু পাঁচজন খেলোয়াড় বদলির সুযোগ থাকায় শেষ দিকেও সতেজ থাকতে পারবে তাদের প্রতিপক্ষ।

এই কারণেই সেতিয়েন বলছেন, ‘আমার মনে হয় পাঁচ খেলোয়াড় বদলির নিয়ম আমাদের জন্য ক্ষতিকর হতে যাচ্ছে। কারণ আমরা অনেক ম্যাচ ঘুরে দাঁড়িয়েছি শেষ কয়েক মিনিটে গিয়ে। কিন্তু এখন আমাদের প্রতিপক্ষরা সতেজ থাকবে (শেষ মুহূর্ত পর্যন্ত)।’

অল্প সময়ের মধ্যে লিগ শেষ করতে খেলোয়াড়দের অনেক ম্যাচ খেলতে হবে। এতে চোটের ঝুঁকি বেড়ে যাচ্ছে কয়েক গুন। আর সব কোচের মতো সেতিয়েনও চিন্তিত চোট নিয়ে, ‘অল্প সময়ের মধ্যে অনেক ম্যাচ খেলতে হবে। পারফরম্যান্স ধরে রাখার চাপও থাকবে, তাতে চোটে পড়বে খেলোয়াড়রা। আমরা আশা করছি মানুষজন যতটা ভাবছে তার চেয়ে কম (চোটের) ক্ষতি হবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘যদিও অনেক বেশি চোটের সম্ভাবনা রয়েছে, যেমনটা জার্মানিতে হচ্ছে। কারণ আমরা প্রায় দুই মাস সোফায় বসে ছিলাম, খেলার মধ্যে ছিলাম না।’ 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া