X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হেলালের মৃত্যুতে স্মৃতিভারাতুর পাকির, চুন্নুর মনে জমাট কষ্ট

তানজীম আহমেদ
৩০ মে ২০২০, ১৬:৩৭আপডেট : ৩০ মে ২০২০, ১৬:৪৯

পাকির আলী ও হেলাল। পাকির আলীর অ্যালবাম থেকে- তার মুখে হাসি লেগে থাকতো সবসময়। অসুস্থ অবস্থাতেও দেশের ফুটবল ও খেলাধুলার খোঁজ-খবর নিতেন গোলাম রাব্বানী হেলাল। সেই তিনি আজ দুপুরে কাছের মানুষদের কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। জাতীয় দল  ও আবাহনীতে দাপটের সঙ্গে খেলা এই সাবেক তারকা ফুটবলারের পা আর পড়বে না ক্লাব কিংবা ফুটবলের আঙিনায়। ৬৩ বছর বয়সে নিভে গেছে তার জীবনপ্রদীপ। হেলালের এভাবে চলে যাওয়াতে ব্যথিত তার একসময়ের সতীর্থরা।

আবাহনীর একসময়কার দাপুটে ডিফেন্ডার পাকির আলী ছিলেন হেলালের ঘনিষ্ঠজনদের একজন। শ্রীলঙ্কান এই সাবেক ফুটবলার ও কোচ খেলোয়াড়ি জীবন শেষেও হেলালের সঙ্গে উষ্ণ সম্পর্কে জড়িয়ে ছিলেন। সম্পর্কের সেই সুতোটা ছিঁড়েছুঁড়ে চিরতরে বিদায় নিলেন হেলাল। পাকির আলী আজ শ্রীলঙ্কা থেকে ব্যথিত মনে বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘সে একজন ভালো মানুষ ছিল। আবাহনী ক্লাবকে সে নিজের বাড়ির মতোই মনে করতো। সে ছিল একজন স্টাইলিশ খেলোয়াড়, তার আরেকটি গুন ছিল নতুন খেলোয়াড়দের দেখভাল করতো। অনেককে তো ঢাকার মাঠে খেলার সুযোগও করে দিয়েছে।’

বন্ধুর শেষ বিদায়ে পাকিরের মনটা আজ স্মৃতিভারাতুর, ‘আমরা দুজনেই ভালো বন্ধু ছিলাম। শ্রীলঙ্কায় আমাদের বাসায়ও সে গেছে। আমি ঢাকায় যখন যেতাম তার সঙ্গে দেখা হতোই। এই তো বঙ্গবন্ধু গোল্ডকাপের সময় ওর বাসায় গেলাম। হাসপাতালে ভর্তির আগে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ হতো আমাদের।  আমি ও আমার পরিবার তাকে অনেক মিস করবো। কখনো তাকে ভুলতে পারবো না।’

সাবেক ও বর্তমান ফুটবলারদের কাছে সমানভাবে প্রিয় একজন ফুটবলারের নাম বলতে বললে গোলাম রাব্বানী হেলাল ছাড়া অনেকের মুখেই আর কোনও নাম হয়তো উচ্চারিত হবে না।  সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অনেকের সঙ্গে নিয়মিত আড্ডা হতো তার। সেই আড্ডাটা কমে যায় হেলাল প্রচণ্ডভাবে অসুস্থ হওয়ার পর। তার ছিল আবাহনী অন্ত:প্রাণ। পাকির বলেছেন,‘সে ছিল একজন মজার মানুষ। নানারকম জোকস শোনাতে পছন্দ করতো। সবসময় হাসি-ঠাট্টার মধ্যে থাকতো।  সে সবসময় চাইতো আবাহনী যেন জিততে পারে, আবাহনী যেন ভালো করে। এমন আবাহনী অন্ত:প্রাণ মানুষ কমই দেখেছি।’

১৯৭৫ সালে গোলাম রাব্বানী হেলালের ঢাকায় এসে আবাহনী ক্লাবে পদার্পন। একই সময় আরেক ফুটবল তারকা আশরাফউদ্দিন চুন্নুরও পথচলা। সেই সময়ের আবাহনী দলটিকে বলা হয় ‘সোনালি প্রজন্ম’। সেই সোনালি প্রজন্মের একজনকে হারিয়ে চুন্নু বড় ধাক্কাই যেন পেলেন,‘ আবাহনীতে আমাদের পথচলা প্রায় একইসঙ্গে। একসঙ্গে অনেকদিন আকাশি-নীল জার্সি পরে খেলেছি। একজন ভালো ফুটবলারের পাশাপাশি ভালো মনের মানুষও ছিল হেলাল। সে মূলত স্ট্রাইকার ছিল। তবে দলের প্রয়োজনে অনেক সময় খেলেছে মিডফিল্ডে। আমাদের এই সতীর্থের চলে যাওয়াটা মানতে কষ্ট হচ্ছে। আবাহনীকে ও অনেক ভালোবাসতো। আবাহনীর বাইরে অন্য কিছু চিন্তা করতো না।’

মাঠের অনুশীলনে হেলাল ছিল দুর্দান্ত। চুন্নু তাই বলছিলেন,‘অনুশীলনে সে ছিল সেরা খেলোয়াড়। কিন্তু মাঠের খেলায় কেন যেন অনুশীলনের ৭০-৮০ ভাগের বেশি দিতে দিতে পারতো না। অনুশীলনে যা করতো, সেটা যদি মাঠের খেলায় দেখাতে পারতো তাহলে ও থাকতো দেশের সেরা কয়েকজন ফুটবলারের একজন।’

১৯৮২ সালে আবাহনী- মোহামেডান ম্যাচে গোলযোগ হওয়ায় শুধু আবাহনীরই যে চারজন ফুটবলারকে জেল খাটতে হয়েছে, তাদের একজন ছিলেন হেলাল। ৩৮ বছর আগের সেই সময়ের স্মৃতি ফিরে এলো চুন্নুর কন্ঠে,‘সেই সময় আমাদের চারজনকে ট্রেনে করে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে ও সালাউদ্দিন ভাইকে যশোরের এবং হেলাল ও আনোয়ারকে রাজশাহীর জেলে নেওয়া হয়। ট্রেনে যাওয়ার সময় যখন পাবনার ঈশ্বরদীতে আমরা আলাদা হবো, তখন হেলালের সে কী কান্না। অঝোরে কাঁদছিল সেদিন সে। আমরা সবাই তখন ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি। আসলে ও ছিল উদার মনের একজন মানুষ।’

এই উদার মনের মানুষটার সান্নিধ্য আর কেউ পাবে না। সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন আজ তিনি। তবে আবাহনী অন্ত:প্রাণ ফুটবলার গোলাম রাব্বানী হেলালের সান্নিধ্যের স্মৃতিটা চিরসজীব থাকবে অনেকের কাছে।

 

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’