X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফুটবল, জীবন আর আগের মতো হবে না, বলছেন মেসি

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২০, ২২:১৫আপডেট : ০১ জুন ২০২০, ০২:৫৪

লিওনেল মেসি এই তো মাত্র কদিন আগেও পৃথিবীটা অন্যরকম ছিল। ছুটে চলা জীবনের একপাশে আকণ্ঠ সুখের অনুভূতি ছিল, থরে থরে সাজানো ছিল বিনোদন। চূড়ান্ত রোমাঞ্চ জাগিয়ে পৃথিবীর সুন্দরতম খেলা ফুটবল ফুটে ছিল স্টেডিয়ামে। হঠাৎই অদৃশ্য  করোনাভাইরাস এসে স্তব্ধ করে দিলো জনজীবন, থেমে গেল ফুটবল। এখন ইউরোপজুড়ে এই ভাইরাসের দাপাদাপি একটু কমেছে, জীবন স্বাভাবিক গতিপথে ফিরতে চলেছে। তিন মাস, ঠিক তিন মাস পর আবার শুরু হতে চলেছে বন্ধ থাকা আকর্ষণীয় স্প্যানিশ লিগ লা লিগা। কিন্তু এই লিগের সবচেয়ে রোমাঞ্চকর খেলোয়াড় লিও মেসি বলছেন ফুটবল যেমন, ঠিক তেমনি মানুষের জীবনও আর আগের মতো হবে না।

‘পৃথিবী যেভাবে এখন চলছে, তাতে আমাদের সবার মধ্যেই এই সংশয় জাগছে যে আগের মতো কিছুই আর চলবে না’- স্প্যানিশ দৈনিক এল পাইসকে বলেছেন বার্সেলোনা অধিনায়ক।

 করোনাভাইরাসের নির্মম বাস্তবতা আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে বিস্ময়কর সব উপলব্ধি উপহার দিয়েছে, ‘লকডাউন ছাপিয়েও নানা ঘটনার আকস্মিকতায় আমাদের অনেকেরই জীবন নির্মম হয়ে উঠেছে। অনেকেই স্বজন হারিয়েছেন, কাছের বন্ধুদের হারিয়েছেন, এমনকি শেষ বিদায়ও তাদের জানাতে পারেননি।’

সময়ের বহমানতায় জীবনে সবই হয়তো একদিন সয়ে যাবে, একদিন ঝড় থেমে যাবেই। তারপরও মেসি মনে করেন এই সময়ের হতাশাগুলো মুছে ফেলা যাবে না, ‘এই সংকটে অনেক নেতিবাচক দিকই আমি মনে করতে পারি, কিন্তু যেসব মানুষকে আপনি সবচেয়ে ভালোবাসতেন তাদের হঠাৎই হারিয়ে ফেলার চেয়ে খারাপ কিছু আর ঘটতে পারতো না। এর থেকে যে বিশাল হতাশা এসে আমাকে ঘিরে ধরছে, আমি সেটাই মেনে নিতে পারছি না।’

অসমাপ্ত লা লিগা আবার মাঠে গড়াচ্ছে ১২ জুন থেকে। কিন্তু ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলশ্রেষ্ঠ মনে করছেন, ‘ফুটবলটা আর আগের মতো থাকবে না।’ শুধু ফুটবল কেন, মানুষের জীবনই স্বাভাবিকতার বৃত্ত থেকে ছিটকে গেছে যা কখনও আর আগের অবস্থায় ফিরবে না, ‘শুধু ফুটবলই নয়, আমি মনে করি মানুষের জীবনই আর আগের মতো হবে না।’  

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি